জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা, গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম(Hero Alom)। সিনেমার কাজে বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। এরই মাঝে বিপত্তিতে পড়েছেন হিরো আলম। জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এবার হ্যাকারের কবলে পড়েছে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ।
শনিবার রাত ২টা ৫০ এর দিকে তার ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, উগান্ডা সাইবার টিম দ্বারা পেজটি হ্যাক করা হয়েছে। এক অডিও বার্তায় আলম বলেন, ‘আমার পেজ আবারও হ্যাক করা হয়েছে। বিষয়টি ডিবিকে জানিয়েছি। আমার আইটি বিভাগও পেজটি উদ্ধারে কাজ করছে।’
এই পোস্টের আগেই, হ্যাকাররা তাঁর পেজের কভারের ছবি পরিবর্তন করে একটি অশ্লীল ছবি শেয়ার করেছে। তবে কমিউনিটি গাইডলাইনের আওতায় ছবিটি ফেসবুক সরিয়ে দিয়েছে। তবে অনেকেই কাছেই বিভ্রান্তিমূলক তথ্য পাঠানো হচ্ছে বলে জানান আলম। তবে শুধু অশ্লীল ছবিই নয়, কাশ্মীরের বুরহান ওয়ানিকে নিয়েও একটি পোস্টও দেওয়া হয়েছে তাঁর পেজ থেকে।
তবে এই প্রথম নয়, গত বছরও হ্যাকারদের কবলে পড়েছিল ফেসবুক পেজসহ হিরো আলমের দশটি অ্যাকাউন্ট। এবার আবারও একই ঘটনার শিকার হলেন তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিনয় নয়, রাজনীতির কারণেই বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে হিরো আলমের নাম। বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় উঠে আসেন আলম। তাঁকে অভিনেতার সম্মান দিতে চায়নি অনেকেই। কিন্তু একপর্যায়ে তাঁকে সিনেমায়ও অভিনয় করতে দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি।
তবে সিনেমার পাশাপাশি নানা সামাজিক কাজেও দেখা যায় হিরো আলমকে। রাজনীতিতেও বেশ সক্রিয় তিনি। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। যদিও প্রতিবারই জনগণের ভোটে হারতে হয়েছে তাঁকে। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়। এবার আবার রাজনীতির ময়দান থেকে দূরে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন বাংলাদেশের এই অভিনেতা।
(Feed Source: zeenews.com)