আজ ব্যাটেলগ্রাউন্ড কোচবিহার, হাইভোল্টেজ প্রচারে মোদি-মমতা

আজ ব্যাটেলগ্রাউন্ড কোচবিহার, হাইভোল্টেজ প্রচারে মোদি-মমতা

কোচবিহার : আজ হাইভোল্টেজ প্রচার। নজরে উত্তরবঙ্গ (North Bengal)। একইদিনে প্রচারের ময়দানে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারে (Cooch Behar Lok Sabha Constituency) মাত্র ৩০ কিলোমিটার ব্যবধানে সভা রয়েছে তাঁদের। Lok Sabha Election 2024

গত ৯ মার্চ উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করে গেছেন প্রধানমন্ত্রী। এরপর আজ আসছেন কোচবিহারে। সেখানকার রাসলীলা ময়দানে দুপুর ৩টে নাগাদ মেগা ব়্যালিতে যোগ দেওয়ার কথা তাঁর। এর ৩০ কিলোমিটার দূরে কর্মসূচি রয়েছে মমতার। দুপুরেই জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সম্প্রতি এই কেন্দ্রের অন্তর্গত দিনহাটায় সংঘাতে জড়ান কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এবারও নিশীথকেই টিকিট দিয়েছে গেরুয়া শিবির। সবমিলিয়ে এই কেন্দ্রে কার্যত ‘প্রেস্টিজ ফাইট’ দুই দলের কাছেই। কাজেই ভোট প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

নিশীথের বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে জগদীশ বর্মা বাসুনিয়াকে। রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন তিনি। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। বামেদের তরফে ভোট লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস।

বিজেপির তরফে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘কোচবিহারের মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন। ৪ জুন ভোটের ফলাফলে তা দেখা যাবে। বিজেপি সাংসদ ও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার যেসব উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছেন, তার জেরে জয় নিশ্চিত হবে গেরুয়া শিবিরের।’

একসময় ফরওয়ার্ড ব্লকের মজবুত ঘাঁটি ছিল কোচবিহার। ১৯৭৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত  টানা ৩২ বছর এখানে আধিপত্য বজায় রেখেছে এই বাম শরিকদলটি। এই মুহূর্তে এখানে দাপট রয়েছে গেরুয়া শিবিরের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের দাপট সত্ত্বেও, এই লোকসভা কেন্দ্রে ৫টি আসনে ক্ষমতা দখল করে নিয়েছিল বিজেপি। অর্থাৎ, ৫-২ ব্যবধানে দাঁড়িয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হতে চলেছে BJP-TMC (দিনহাটা (Dinhata) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয় ছিনিয়ে নেন তৃণমূলের উদয়ন গুহ)।

(Feed Source: abplive.com)