কেকেআরের বিরুদ্ধে শতাধিক রানে হারের পর নির্বাসনের দোরগোড়ায় ঋষভ পন্থ

কেকেআরের বিরুদ্ধে শতাধিক রানে হারের পর নির্বাসনের দোরগোড়ায় ঋষভ পন্থ

বিশাখাপত্তনম: একেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (DC vs KKR) শতাধিক রানে হার, উপরন্তু নির্বাসনের ভয়। ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য বুধবার, ৩ এপ্রিলের রাতটা খুব একটা ভাল কাটেনি। ব্যক্তিগত হাফসেঞ্চুরি হাঁকালেও, শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অধিনায়ক।

কেকেআরের বিরুদ্ধে নির্ধারিত সময়ে দিল্লি নিজেদের ২০ ওভার শেষ করতে না পারায় ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল পন্থকে। এর জেরেই দিল্লি অধিনায়কের ওপর নির্বাসনের খাঁড়া ঝুলছে। আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কোনও দল নিজেদের ২০ ওভার শেষ করতে না পারলে প্রথমবার অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে এই কারণে পন্থের ১২ লক্ষ জরিমানা হয়। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৪ লক্ষ। এক্ষেত্রে এমনটাই হল। তৃতীয়বার যদি ক্যাপিটালসের ওভার রেট মন্থর হয়, তাহলে সেক্ষেত্রে পন্থকে এক ম্যাচ নির্বাসনেই কাটাবে হবে।

আইপিএলের তরফে ইতিমধ্যেই পন্থের শাস্তির কথা জানানো হয়েছে। তবে শুধু পন্থ নন, দিল্লির গোটা দলই শাস্তি পেয়েছে। ইমপ্যাক্ট ক্রিকেটারসহ এই ম্যাচে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির তারকাদের ছয় লক্ষ টাকা বা ম্যাচ থেকে বেতন প্রাপ্ত বেতনের মধ্যে যেটা কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর পর থেকে তাই দিল্লির বোলার, ফিল্ডারদের সতর্ক থাকতে হবে। নয়তো অধিনায়ক ছাড়াই তাঁদের এক ম্যাচে অন্তত মাঠে নামতেই হবে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে অল্পের জন্য আইপিএলের সর্বাধিক রানের রেকর্ড নিজেদের নামে করার সুযোগ হাতছাড়া করে কেকেআর। তবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে ২৭২ রানের বিরাট স্কোর বোর্ডে খাড়া করে নাইট শিবির। সৌজন্যে সুনীল নারাইনের ৮৫ রানের ইনিংসের পাশাপাশি অঙ্গকৃষের ৫৪ ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ৪১ রানের ইনিংস। জবাবে বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়ে দিল্লিকে ১৬৬ রানেই অল আউট করে দেয়। ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৫৪ রানের ইনিংস ব্যতীত আর কেউ বলার মতো রান করেননি।

(Feed Source: abplive.com)