UN-এর নির্বাচন মন্তব্য হেলায় ওড়ালেন বিদেশমন্ত্রী! কী বললেন?

UN-এর নির্বাচন মন্তব্য হেলায় ওড়ালেন বিদেশমন্ত্রী! কী বললেন?

কলকাতা: দেশে লোকসভা নির্বাচনের আবহ। এর মধ্য়েই সম্প্রতি দিল্লি আবগারি মামলায় (Delhi Liquor Policy) ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তা নিয়ে কোমর বেঁধে আন্দোলনে নেমেছেন বিরোধীরা। একইসঙ্গে এই গ্রেফতারি নিয়ে বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে জার্মানি-সহ অন্য দেশের তরফেও। সব ক্ষেত্রেই সেই বক্তব্যের তুমুল বিরোধিতা করেছেন কেন্দ্রীয় সরকার। বিষয়টি সম্পূর্ণ ভাবে আদালতের বিষয় এবং দেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানানো হয়েছে।

PTI সূত্রের খবর। এই বিষয়টি নিয়ে সম্প্রতি বক্তব্য পেশ করেছিলেন রাষ্ট্রপুঞ্জ (United Nations)-এর সেক্রেটারি জেনারেলের এক মুখপাত্র। সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কী বলেছিলেন UN-এর মুখপাত্র?
পিটিআই সূত্রের খবর,  রাষ্ট্রপুঞ্জ (United Nations)-এর সেক্রেটারি জেনারেলের এক মুখপাত্র Stephane Dujarric একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। তার মধ্যে যেমন অরবিন্দ কেজরিওয়ালে গ্রেফতারির বিষয় ছিল, তেমনই কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, ভারতের নির্বাচন সংক্রান্ত মন্তব্য়ও ছিল।  Stephane Dujarric-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, তারা আশা করে ভারতে নাগরিকদের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেকে ‘Free and Fair’ আবহে ভোট দিতে পারবে।

এই বিষয়েই মুখ খুলেছেন এস জয়শঙ্কর। পিটিআই সূত্রের খবর, তিরুঅনন্তপুরমে প্রচারে গিয়ে এই বিষয়ে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউনাইটেড মিশনের আমাকে বলার প্রয়োজন নেই যে এখানে যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। আমাদের দেশের জনগণ আছেন। তাঁরাই এটা দেখবেন যে নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয়।’

গত সপ্তাহের প্রেস বিজ্ঞপ্তির সময়  Stephane Dujarric-কে প্রশ্ন করা হয়েছিল ভারতের ‘political unrest’ নিয়ে। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনা তুলে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের ভিত্তিতে ওই উত্তর দেন।

এর আগেও:
এর আগে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Arrest) গ্রেফতারি নিয়ে মন্তব্য় করেছিল জার্মানি ও আমেরিকা। সেই সময়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। ভারতে কর্মরত আমেরিকার অ্যাক্টিং ডেপুটি চিফ অফ মিশনকে নয়া দিল্লিতে বিদেশমন্ত্রকের অফিসে ডেকে বার্তা দেওয়া হয়েছিল। জার্মানির রাষ্ট্রদূতকে ডেকেও বার্তা দেওয়া হয়েছিল।

(Feed Source: abplive.com)