৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস

৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস

নয়াদিল্লি: শনিবার অর্থাৎ ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালন করবে বিজেপি (BJP Foundation Day 2024)। আসন্ন লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেএবার দলের প্রতিষ্ঠা দিবস বেশ ধুমধামভাবে পালন করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তার জন্য দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিচুতলার কর্মীরা সবাই অত্যন্ত উৎসাহিত রয়েছেন।

১৯৮০ সালের ৬ এপ্রিল জনসংঘের আতুঁড়ঘর থেকে জন্ম নেওয়া এই গেরুয়া দল আজ চার দশক পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রতিবছর বিজেপির প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি নেওয়া হয় দলের পক্ষ থেকে। ওই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন নেতারা বক্তব্য রাখার পাশাপাশি ১৯৮০ সাল থেকে ভারতের মাটিতে কীভাবে বিজেপির উত্থান হল ও সাফল্য পেল তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। আলোচনা করা হয় ভবিষ্যতের লক্ষ্য নিয়েও।

বিজেপির প্রতিষ্ঠা দিবস হল এমন একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে দল ও দলীয় কর্মীরা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ঘাতপ্রতিঘাতের মাধ্যমে আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে তা নিয়ে আলাপ-আলোচনা করেন। প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি কীভাবে দলের আদর্শকে আরও ছড়িয়ে দেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়। সেই সঙ্গে এবার ৪৪তম প্রতিষ্ঠা দিবসে কীভাবে ভবিষ্যতে দল মানুষের উজ্জ্বলের জন্য কাজ করবে তার রূপরেখাও তৈরি করা হবে বলে জানা গেছে।

বিজেপির প্রতিষ্ঠা দিবসের ইতিহাস ও তাৎপর্য

হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। যা আরএসএস-এর রাজনৈতিক সংগঠন হিসেবেই জন্মলগ্ন থেকে কাজ করে আসছে। এবং এই দলের প্রথম সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। ভারত যখন দু-ভাগে বিভাজিত হচ্ছিল তখন প্রথম ভারতীয় জনসংঘই এর প্রথম বিরোধিতা করেছিল। কিন্তু, পরেই এই দলই হিন্দু জাতীয়তাবাদ ও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বিষয়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে।

১৯৫০ ও ৬০-এর দশকে জনসংঘের অন্যতম প্রধান নেতা ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। পরে আরও তিনটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ১৯৭৯ সালে জনতা দল তৈরি করেন। ১৯৮০ সালে এই সরকার দেশের ক্ষমতা থেকে সরে যায়। পরে ১৯৮০ সালের ৬ এপ্রিল লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর নেতৃ্ত্বে তৈরি হয় আজকের বিজেপি বা ভারতীয় জনতা পার্টি।

(Feed Source: abplive.com)