অজয়ের ময়দানে রুদ্রনীলের সঙ্গে বাংলার আরিয়ান-অমর্ত্য! কোন চরিত্রে দেখা যাবে?

অজয়ের ময়দানে রুদ্রনীলের সঙ্গে বাংলার আরিয়ান-অমর্ত্য! কোন চরিত্রে দেখা যাবে?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইদের দিন বড় পর্দায় আসছে ময়দান। অজয় দেবগন অভিনীত এই ছবিটিতে আছেন একাধিক বাঙালি অভিনেতাও। রুদ্রনীল ঘোষ ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক এবং অমর্ত্য রায়কে। তাঁদের এই ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?

অজয়ের ময়দানে আরিয়ান এবং অমর্ত্য

অজয় দেবগন অভিনীত ময়দানে দেখা যাবে অমর্ত্য রায় এবং আরিয়ান ভৌমিককে। এই ছবিতে সুযোগ পাওয়ার প্রসঙ্গে এই দুই অভিনেতা আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে ২০১৯ সালে অডিশন দিয়েছিলেন এই ছবির। তারপর সিলেক্ট হন এবং প্রস্তুতি শুরু হন।

যেহেতু ফুটবলকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প তাই এখানে নাকি এই খেলাকে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই প্রসঙ্গে অমর্ত্য রায় জানিয়েছেন, ‘ট্রেলারে যা দেখানো হয়েছে সেটা কিছুই নয়। ছবিতে খেলাটাকে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে। এই ছবি দেখে দর্শক রোমাঞ্চিত হবেই হবে।’

নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন এই ছবির জন্য সেটা বলতে গিয়ে আরিয়ান জানান, ‘এই টিমে আমি একাই খালি ফুটবল খেলতে জানতাম না। তাই ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কলকাতা সহ মুম্বইয়ে নিয়মিত ওয়ার্কশপ করেছি।’

কোন চরিত্রে দেখা যাবে আরিয়ান এবং অমর্ত্যকে?

আরিয়ান খানকে নেভিল ডিসুজার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে অমর্ত্যকে দেখা যাবে বাংলার বিখ্যাত ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে। নিজের চরিত্র প্রসঙ্গে আরিয়ান জানান, ‘নেভিল ডিসুজা ভারতের হয়ে প্রথম হ্যাট্রিক করেছিল। তাই এমন চরিত্র করতে পেরে আমি গর্বিত।’ অন্যদিকে অমর্ত্য রায় বলেন ‘চুনী গোস্বামী দারুণ ড্রিবেল করতেন। আমি সেটা খানিকটা রপ্ত করার চেষ্টা করেছিলাম। আমি কেমন কী ফুটবল খেলতে পারি সেটার ভিডিয়ো ওদের পাঠাতে হয়েছিল আমায়।’

ময়দান প্রসঙ্গে

আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়, প্রমুখ। এই ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত আরিয়ান এবং অমর্ত্য। জানান, ‘ওঁকে দেখে মনে হয়নি উনি কোনও তারকা।’

(Feed Source: hindustantimes.com)