‘আমি চন্দ্রবোড়াও হতে পারি’ ভোটের আগে সাপ-সাপুড়ে তরজা অভিজিৎ-দেবাংশুর

‘আমি চন্দ্রবোড়াও হতে পারি’ ভোটের আগে সাপ-সাপুড়ে তরজা অভিজিৎ-দেবাংশুর

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক লোকসভা কেন্দ্রে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Gangopadhyay )। আর অন্যদিকে প্রচারে ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) । ভোটের মুখে বিজেপির প্রাক্তন বিচারপতি প্রার্থী ও তৃণমূলের তরুণ প্রার্থীর কথার যুদ্ধে সরগরম তমলুক! ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে চন্দ্রবোড়া বলে উল্লেখ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা কটাক্ষ ছুড়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য।  তমলুকে যে বাড়িটি ভাড়া নিয়েছেন দেবাংশু তাতে একটি সাপ দেখা যায়। আর সেই ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, ‘বিজেপি প্রার্থী এসে বসে আছে সিঁড়ির তলায়। এটুকু বলে সাপটা দেখাচ্ছে’ !

রবিবার মহিষাদলের কেশবপুর জালপাই এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,আমি চন্দ্রবড়াও হতে পারি। চন্দ্রবোড়া কামড়ালে কেউ বাঁচেনা।  অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘ আপনারা জানেন একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে। সে নিজে কোন সাপ সে জানেই না। একটা সামান্য জলঢোঁড়া সাপ ঢুকেছিল, সেটাকে বলছে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। এদের কথার কোনও উত্তর আমি দিতে চাই না। এরা আগে যোগ্য হয়ে উঠুক।’

উত্তরে দেবাংশু বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে। আমি ওঁর নাতির বয়সি উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। উনি যদি চন্দ্রবোড়া তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে।’

২০০৯ এবং ২০১৪-য় এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৭ লক্ষ ২৪ হাজার ৪৩৩টি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৩৪ হাজার ২৬৮টি ভোট। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুক লোকসভা কেন্দ্রে। ৪ জুন জানা যাবে , তমলুকের জনতা কার পক্ষে ভোট দেন।

(Feed Source: abplive.com)