সাট্টার আসরে গুলি চালানোর অভিযোগ, গ্রেফতার তিন দুষ্কৃতী

সাট্টার আসরে গুলি চালানোর অভিযোগ, গ্রেফতার তিন দুষ্কৃতী

সুনীত হালদার, হাওড়া: সাট্টার আসরে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, দাবি মত টাকা না দেওয়ায় গত শনিবার রাতে লিলুয়ার এন রোডে এক সাট্টার বুকিকে গুলি করা হয়। উদ্ধার হয়েছে রিভলবার এবং বাইক। ধৃতদের এদিন হাওড়া আদালতে (Howrah Court) তোলা হয়।

সাট্টার আসরে গুলি: এই ঘটনার পর তদন্তে নামে লিলুয়া থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, পুলিশ আধিকারিকরা আহত অষ্ট শী-কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দাশনগর এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতি শুভঙ্কর পোললে এবং পীযূষ মণ্ডল এই ঘটনায় জড়িত। ঘটনার দিন সেদিন বাইকে চেপে এসে অষ্টের কাছে মোটা টাকা দাবি করে। অষ্ট টাকা দিতে অস্বীকার করলে তারা তাঁকে পিছন থেকে গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

ঠিক কী ঘটেছিল?

এদিন হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি কে শবরী রাজকুমার এক সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনার পর লিলুয়া থানার পাশাপাশি দাশনগর থানা এবং ব্যাটরা থানার আধিকারিকদের নিয়ে অনেকগুলি টিম তৈরি করা হয়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও ওই টিমে যোগ দেন। পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে ওই দুজনের ওপর নজরদারি শুরু করে। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূম এবং ওড়িশাতেও পুলিশের টিম যায়। এরপর গতকাল রাতে পীযূষকে দাসনগরের এক গোপন ডেরা থেকে গ্রেফতার করে পুলিশ। তার থেকে ঘটনায় ব্যবহৃত বাইকও উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এদিন সকালে শুভঙ্কর পোললেকে গ্রেফতার করে পুলিশ। তার থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় রাকেশ ঝা নামে আরও একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে আরও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।

ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী: পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। আজ তিনজনকেই হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা আছে।

(Feed Source: abplive.com)