বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতসেরার তকমা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ (QS World University Ranking) অনুযায়ী, ফিলোজফি বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতসেরা নির্বাচিত হয়েছে। তবে সেই বিভাগে ভারত থেকে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। আর বিশ্বে র্যাঙ্কিং ১৫১ থেকে ২০০-র মধ্যে আছে। তাছাড়াও কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খড়্গপুর। বিশ্বে র্যাঙ্কিং আছে ২৫১ থেকে ৩০০-র স্তরে। সার্বিকভাবে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সেই র্যাঙ্কিংয়ে সবথেকে ভালো ফল করেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে একাধিক ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম হয়েছে। আর সবমিলিয়ে লন্ডনের উচ্চশিক্ষা সংক্রান্ত অ্যানালিটিক্স ফার্ম কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং সবথেকে বেশি, সেটা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভারতসেরা পারফরম্যান্স
১) ইংরেজি সাহিত্য: ভারতসেরা হয়েছে (দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে)। বিশ্বে র্যাঙ্কিং ১০১-১৫০ স্তরের মধ্যে র্যাঙ্কিং আছে। আগেরবারও সেই স্তরেই র্যাঙ্কিং ছিল। ভারত থেকে মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।
২) ডেভেলপমেন্ট স্টাডিজ: বিশ্বে র্যাঙ্কিং ২০। ভারতের মধ্যে সেরা। ভারতের তিনটি প্রতিষ্ঠান সেই বিভাগে নাম দিয়েছিল।
৩) সোশিয়োলজি: ভারতের মধ্যে সেরা হয়েছে। তবে বিশ্বের মানচিত্রে গতবারের থেকে এবার র্যাঙ্কিং পড়ে গিয়েছে। গতবার বিশ্ব র্যাঙ্কিং ছিল ৬৮, এবার সেটা হয়েছে ৯১।
৪) ভাষাতত্ত্ব: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। গতবারের মতোই এবার বিশ্বে র্যাঙ্কিং ২৫১-৩০০ স্তরের মধ্যেই আছে।
৫) অ্যানথ্রোপলজি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই ভারতসেরা হয়েছে। গতবারের থেকে বিশ্বে দুই বিশ্ববিদ্যালয়েরই র্যাঙ্কিং এগিয়েছে। ওই দুটি বিশ্ববিদ্যালয়ই শুধু ভারত থেকে অংশগ্রহণ করেছিল। বিশ্বে র্যাঙ্কিং হল ৫১-১০০ স্তরের মধ্যে। গতবার ছিল ১০১-১৫০ স্তরের মধ্যে।
৬) ভূগোল: র্যাঙ্কিং অনুযায়ী, ভারতসেরা হলেও বিশ্বের মানচিত্রে পিছিয়ে গিয়েছে। ২০২৩ সালে বিশ্বে ৫১-১০০ স্তরের মধ্যে ছিল। এবার ১০১-১৫০ স্তরের মধ্যে আছে।
তাছাড়াও ইতিহাস (দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে), আধুনিক ভাষা (দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে), রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক এবং থিওলজি, ডিভাইনিটি অ্যান্ড রিলিজিয়াস স্টাডিজে ভারতসেরা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
সার্বিকভাবে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্স
এবার ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ অংশগ্রহণ করেছিল। ৪২৪টি ‘এন্ট্রি’ নিয়েছিল। গত বছর সেই সংখ্যাটা ছিল ৩৫৫। এবার ৭২ শতাংশ ক্ষেত্রে ভারতের উন্নতি হয়েছে বা র্যাঙ্কিংয়ে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। পতন হয়েছে ১৮৭ শতাংশ।
(Feed Source: hindustantimes.com)