কলকাতা: প্রথমে চিঠি, তারপরে ফের রাজ্যপালের (Governor CV Ananda Bose) কাছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এনআইএ-বিজেপি আঁতাঁতের অভিযোগে ফের রাজভবনে পৌঁছয় তৃণমূল (TMC)। অভিষেকের নেতৃত্বে রাজভবনে যান তৃণমূলের ৯ প্রতিনিধি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পক্ষপাতদুষ্ট’, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পক্ষপাতদুষ্ট। উত্তরবঙ্গে দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিক কমিশন। ঝড়ে দুর্গতদের জন্য নতুন বাড়ি তৈরিতে নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না’, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন। আপনি বাড়ির টাকা দেবেন না, রাজ্য সরকার টাকা দিলেও অনুমতি দিচ্ছে না। এদের বাংলা বিরোধী ছাড়া আর কী বলা যায়। না ঘর দেব, না ঘর দিতে দেব, এটাই মোদিজির নতুন স্লোগান’, আক্রমণে অভিষেক।
বিজেপিকে একের পর এক আক্রমণ অভিষেকের। ‘আদর্শ আচরণবিধি চলাকালীন অসমের টাকা ছাড়ছে, কিন্তু বাংলাকে দিচ্ছে না। ঘূর্ণিঝড়ে সর্বস্বান্তদের জন্য ঘরের টাকাও ছাড়তে দিচ্ছে না’। এদিন অভিষেক অভিযোগ করেন, ‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন বলে মমতা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে থামিয়েছেন। মমতা ঠাকুরের শপথগ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দেন জগদীপ ধনকড়।’
তাঁর নিশানায় এদিন উঠে অমিত শাহের নামও। বুধবার বালুরঘাটে সভা করেন অমিত শাহ। অভিষেককে বলতে শোনা যায়, ‘বাংলার কৃষ্টি-সংস্কৃতি দূরের কথা, বাংলার জায়গার নামও ঠিকঠাক জানেন না অমিত শাহ। অমিত শাহ না হয় বালুরঘাটের নাম ঠিকঠাক জানেন না, সুকান্ত মজুমদার তো ঠিক বলে দিতে পারতেন। বলেননি কারণ বললেই চাকরি চলে যাবে।’
Led by our National General Secretary, Shri @abhishekaitc, our delegation met the Honorable Governor for the second time in 3 days. We won’t rest until justice has been served! pic.twitter.com/628T6Ayzwp
— All India Trinamool Congress (@AITCofficial) April 10, 2024
গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় তদন্তকারী সংস্থা NIA এবং BJP-র মধ্যে যোগসাজশ রয়েছে বলে আগেই সরব হয়েছিল তৃণমূল। দিল্লিতেও বিষয়টি নিয়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছে তারা। কিন্তু বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় বলে অভিযোগ করেছেন অভিষেক। বরং প্রতিবাদ করায় দিল্লিতে তৃণমূল নেতৃত্বকে আটক করা হয়েছে বলে চিঠিতে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এই অভিযোগ নিয়ে গত পরশু, অর্থাৎ সোমবারও তৃণমূলের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজভবনে যান অভিষেক। তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করলেন।
(Feed Source: abplive.com)