‘মূর্খের মতো রাজনীতিতে নামব না, আগে…’, লোকসভার আগে শ্রুতির নিশানায় কারা?

‘মূর্খের মতো রাজনীতিতে নামব না, আগে…’, লোকসভার আগে শ্রুতির নিশানায় কারা?

শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভোকাল। তাঁর কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত হোক বা কোনও বিষয়ে মতামত সবটাই খুব স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। জীবনের নানা মুহূর্তও তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তিনি রাজনীতি থেকে লোকসভা নির্বাচন এসব নিয়ে কী ভাবছেন? কী মত তাঁর সবটাই আনন্দবাজার দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন।

রাজনীতিতে যোগ দিতে চান শ্রুতি দাস?

আজকাল হামেশাই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যোগ দেন। অনেকেই আবার নির্বাচনের টিকিট পেয়ে যান। এই যেমন রচনা বন্দ্যোপাধ্যায়কেই দেখুন। তিনি এই প্রথম রাজনীতির ময়দানে নেমেই প্রার্থী হলেন। তেমন ভাবে যদি কোনওদিন শ্রুতি নির্বাচনের টিকিট পান তাহলে তিনিও কি রাজনীতির ময়দানে পা রাখবেন? এই বিষয়ে অভিনেত্রী স্পষ্টই জানান, ‘সেটার জন্য আগে পড়াশোনা করতে হবে। ছোটবেলা থেকে নাচ শিখেছি। পড়াশোনা শিখেছি। কিন্তু রাজনীতি নিয়ে আমার কোনও পড়াশোনা নেই। মূর্খের মতো আমি রাজনীতির ময়দানে নামতে পর্ব না। আমায় নিয়ে অন্যরা হাসাহাসি করবে সেটা আমি হতে দেব না। তবে দেবদা আমার আদর্শ।’

রাজনীতিক দেবকে নিয়ে কী বললেন শ্রুতি?

দেবের প্রসঙ্গে এদিন শ্রুতি বলেন, ‘দেবদা যেভাবে অভিনয়, রাজনীতি, প্রযোজনা সবটা সামলায় সেটা শেখার মতো। আমার কাছে উনি আদর্শ।’ দেবের হয়ে প্রচার করবেন কিনা প্রসঙ্গ উঠতেই তিনি জানান, ‘আগে আমায় জানতে হবে কী নিয়ে প্রচার হচ্ছে। আমি কেন যাচ্ছি। আমার উদ্দেশ্য যদি সফল হচ্ছে কিনা সেটাই মূল বিষয়।’

শ্রুতির আগামী প্রজেক্ট

শ্রুতি দাসকে শেষবার রাঙা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাঁকে আগামীতে আমার বস ছবিটিতে দেখা যাবে। জানা গিয়েছে এই ছবিটি গরমের ছুটিতে ১০ মে মুক্তি পেতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। এই ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাখি গুলজার, প্রমুখকে দেখা যাবে।

(Feed Source: hindustantimes.com)