চিন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া মোদীর, কাপুরুষতার সীমা অতিক্রম, কটাক্ষ কংগ্রেসের

চিন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া মোদীর, কাপুরুষতার সীমা অতিক্রম, কটাক্ষ কংগ্রেসের

 মার্কিন ম্যাগাজিন ‘নিউজউইক’কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর চিন নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলের মতে, চিন নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তার কোনও কার্যকারিতা নেই। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি শহিদদের অপমান করেছেন। এরজন্য গোটা দেশের মানুষের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কাপুরুষতা সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলেও তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা।

এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, ‘চিন ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া শুধু লজ্জাজনকই নয়, সীমান্ত রক্ষা করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগকারী আমাদের শহিদদের জন্যও অপমানজনক।’ প্রসঙ্গত, ভারত ও চিনের সীমান্ত নিয়ে বিবাদের ঘটনা বহুদিন ধরেই চলে আসছে। তবে ২০২০ সালে লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে দুদেশের সম্পর্কের অবনতি ঘটে।  সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন কূটনৈতিক এবং সামরিক স্তরে ইতিবাচক ও গঠনমূলক বোঝাপড়ার মাধ্যমে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা ফিরে আসবে। এপ্রসঙ্গে জয়রাম বলেন, ‘ভারত-চিন সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সীমান্তে নিহত ২০ জন শহিদের জন্য অসম্মানজনক। প্রধানমন্ত্রীর উচিত ১৪০ কোটি ভারতীর কাছে ক্ষমা চাওয়া।’ জয়রাম রমেশের বক্তব্য, দেশের সঙ্গে প্রতারণা করছেন প্রধানমন্ত্রী। চিনের বিরুদ্ধে সীমান্ত রক্ষায় তিনি ব্যর্থ হয়েছে।

কংগ্রেস নেতার অভিযোগ, সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কাপুরুষতার সব সীমা অতিক্রম করেছেন। তিনি লিখেছেন, ‘মার্কিন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কাপুরুষতার সব সীমা অতিক্রম করেছেন। চিন বারবার ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর একটাই মন্তব্য ছিল যে আমাদের সীমান্তে দীর্ঘদিন ধরে চলা পরিস্থিতির সমাধান করা দরকার।’

রমেশের অভিমত ছিল, যে প্রধানমন্ত্রী মোদীর কাছে চিনকে কড়া বার্তা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু, সেই সুযোগ তিনি হারিয়েছেন। শুধু তাই নয়, তাঁর দুর্বল প্রতিক্রিয়া চিনকে ভারতীয় সীমান্তে প্রবেশে আরও উৎসাহী করবে।

সাক্ষাৎকারে কী বলেছেন মোদী?

ভারতের উত্থানকে ‘অপ্রতিরোধ্য’ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারত ও চিনের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থানীয় ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সীমান্তে দীর্ঘস্থায়ী পরিস্থিতির দ্রুত সমাধান করা দরকার, যাতে সীমান্তে স্থিতাবস্থা ফিরে আসে। ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

(Feed Source: hindustantimes.com)