ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে হার সিন্ধু-প্রণয়দের,শেষ ভারতের অভিযান

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে হার সিন্ধু-প্রণয়দের,শেষ ভারতের অভিযান

শুভব্রত মুখার্জি:- ২০২৪ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের আসর বসেছে চিনের নিঙ্গবোতে। সেখানেই শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। হেরে গেলেন সমস্ত ভারতীয় শাটলার। হারের মুখ দেখলেন পিভি সিন্ধু,এইচ এস প্রণয়রা। হারল ডাবলস জুটি তানিশা ক্রাস্টো-অশ্বিনী পোনাপ্পা জুটিও। প্রত্যেকেই তাদের রাউন্ড অফ ১৬’র ম্যাচে হেরেছেন। আর তার সঙ্গেই শেষ হয়ে গিয়েছে ভারতের অভিযান। প্যারিস অলিম্পিক গেমসের আগে ভারতীয় শাটলারদের এমন পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের।

মহিলাদের ডাবলসে রাউন্ড অফ ১৬’তে ক্রাস্টো এবং পোনাপ্পা মুখোমুখি হয়েছিল বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা জাপানের নামি মাতসুয়ামা এবং চিহারু শিডা জুটির বিরুদ্ধে। একটা সময়ে ম্যাচে ভারতীয় জুটি এগিয়ে গিয়েছিল ১৫-৭ ফলে। সেই লিড দাঁড়ায় ১৭-১২ ফলে। পরবর্তীতে জাপানি জুটি পরপর নয়টি পয়েন্ট জিতে নিয়ে প্রথম গেমটি জিতে নেয়। দ্বিতীয় গেমে ভারতীয় জুটিকে তারা দাঁড়াতেই দেয়নি।তারা এগিয়ে যায় ১৪-৪ ফলে। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি তাদের। এই গেম ও তারা ২১-১২ ফলে জিতে নেয়। ফলে ২১-১৭,২১-১২ ফলে ম্যাচ হারতে হয় ভারতীয় জুটিকে।

অন্যদিকে প্রণয় মুখোমুখি হয় চাইনিজ তাইপের লিন-চুন-ই’র। গত ম্যাচে লু-গুয়াঙ্গ-ঝুর বিরুদ্ধে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইতে জেতার পরে এদিনের ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পিছিয়ে পড়ে কামব্যাক করে একটা সময়ে স্কোর ১৫-১৫ করেন প্রণয়। এরপর ৯ টি পয়েন্টের মধ্যে ৬ টি পয়েন্ট জিতে নিয়ে এগিয়ে যান লিন।শেষ পর্যন্ত ২১-১৮ ফলে প্রথম সেটটি জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য কোনরকম কোন লড়াই দিতেই পারেননি প্রণয়। ২১-১১ ফলে এই গেমটি হেরে ম্যাচ ও হেরে যান তিনি।

মহিলা সিঙ্গেলসে ভারতীয় শাটলার পিভি সিন্ধু মুখোমুখি হয়েছিলেন ষষ্ঠ বাছাই হান-ইউয়ের। এই দুই শাটলার এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন। পাঁচ বারই জিতেছিলেন ভারতীয় শাটলার। তবে এবার আর ভাগ্য সাথ দিল না তাঁর। প্রথম গেমে সিন্ধু একটা সময়ে ১৩-৭ পয়েন্টে এগিয়ে ছিলেন। একটা সময় হান স্কোর ১৬-১৫ করে দেন। এরপর শেষ পর্যন্ত ২১-১৮ ফলে সেটটি জিতে নেন তিনি।তবে প্রথম গেম হেরে লড়াই ছাড়েননি সিন্ধু। তিনি দ্বিতীয় গেমেই কামব্যাক করেন। জিতে নেন ২১-১৩ ফলে।তৃতীয় এবং নির্ণায়ক গেমে তিনি একটা সময়ে ৯-৭ ফলে এগিয়ে ছিলেন। সেখান থেকে শেষ পর্যন্ত তৃতীয় গেম ২১-১৭ ফলে জিতে ম্যাচ জিতে নেন হান।

(Feed Source: hindustantimes.com)