কলকাতা: ‘সাহি হালেভি’ বলে (Fauda Actor Humming DDLJ Song) কাউকে চেনেন? চেনা চেনা লাগলেও তেমন মনে করতে পারছেন না? এবার যদি বলি, ইজরায়েলি ওয়েবসিরিজ ‘ফওদা’ বিখ্যাত ‘নাওর’-কে চেনেন? এবার হয়তো অনেকেই চিনতে পারবেন। সেই ‘নাওর’ অর্থাৎ অভিনেতা সাহি হালেভি-র গলায় এবার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির গান শুনে চমকে উঠেছেন নেটিজেনদের অনেকে। প্রায় নিখুঁত হিন্দি উচ্চারণ, সুর নিয়ে কিছু বলারই জায়গা নেই। কিন্তু আইডিএফের স্পেশ্য়াল ইউনিট সদস্যের ভূমিকায় অভিনয় করা সাহি হালেভি এত ভাল গানও করতে পারেন? তাও বলিউড ছবির?
অবাক হওয়ার কী?
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যায়ার হোতা হ্যায় দিওয়ানা সনম’, –শাহরুখ-কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির এই গানটিই গাইতে শোনা গিয়েছে ‘ফওদা’ অভিনেতাকে।
#WATCH | Tel Aviv, Israel: Israeli series Fauda actor Tsahi Halevi sings a few lines from Hindi song ‘Tujhe dekha toh ye jaana sanam’ from Dilwale Dulhania Le Jayenge. pic.twitter.com/f41s7aWzIG
— ANI (@ANI) April 12, 2024
ভারতীয় গান যে তাঁক ভীষণ পছন্দের সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন সাহি। যদিও তাঁর ভারত-যোগ এই প্রথম নয়। ২০২২ সালে ভারতে প্রথম বার এসেছিলেন সাহি। অনুপম খের, বিবেক অগ্নিহোত্রী, ইমতিয়াজ আলির মতো বলিউডের নামকরা ব্যক্তিত্বদের সঙ্গে দেখাও হয় তাঁর। সে বারই ভারতীয় গানবাজনার প্রতি নিজের অনুরাগের কথা বুঝিয়ে দিয়েছিলেন ইজরায়েলি অভিনেতা। দিল্লিতে একটি অনুষ্ঠানে, ‘ইয়ারা তেরি ইয়ারি’ গানটি শোনান। শুধু তাই নয়। নুসরত বারুচার সঙ্গে ‘অকেলি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সে অর্থে দেখলে ভারতীয় বিনোদন দুনিয়ায় ইতিমধ্যে হাতেখড়ি হয়ে গিয়েছে সাহির। তবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির অত্যন্ত জনপ্রিয় গান গেয়ে তিনি কার্যত মুগ্ধ করে ফেলেছেন তামাম ভক্তদের।
অতীত…
‘ফওদা’ ওয়েবসিরিজে অভিনয়ের সুবাদে বিশ্বের নানা প্রান্তের মতো এদেশেও তুমুল জনপ্রিয়তা পান সাহি। তবে তাঁর ইনস্টাগ্রামে গেলে দেখা যাবে অভিনয়ের পাশাপাশি গানবাজনায় রীতিমতো উৎসাহ রয়েছে তাঁর। সে দিক থেকে দেখলে অভিনেতার কণ্ঠের গানের কলি শুনতে পাওয়া অবাক করার মতো কোনও বিষয় নয়। কিন্তু শাহরুখ-কাজলের চিরকালীন রোমান্টিক ছবির এমন গান তাঁর গলায় শুনতে পেয়ে আহ্লাদে আটখানা আপামর ভারত।
(Feed Source: abplive.com)