ঝাঁক ঝাঁক ড্রোন, ছোড়া হল ক্ষেপণাস্ত্রও, এবার ইজরায়েলে হামলা ইরানের

ঝাঁক ঝাঁক ড্রোন, ছোড়া হল ক্ষেপণাস্ত্রও, এবার ইজরায়েলে হামলা ইরানের

নয়াদিল্লি: গত সাত মাস ধরে ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সঙ্কট নেমে এল পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এল। ক্ষেপণাস্ত্র-সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইজরায়েলের। তাদের দাবি সত্যি হলে, এই প্রথম সরাসরি ইজরায়েলের মাটিতে হামলা চালাল ইরান। এতে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও সঙ্কট দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা, তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। (Israel-Iran Conflict)

শনিবার গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-ও। তারা জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিসে’র আওতায় ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে। ইজরায়েল যে অপরাধ ঘটিয়েছে, তার জবাব দিতেই এই হামলা বলে দাবি তাদের। তবে ইরান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ইজরায়েলের আকাশসীমায় পৌঁছতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগার কথা। তবে ইজরায়েলের মাটিতে ইতিমধ্যেই ড্রোন আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর।  ইজরায়েলের কাছে যদিও আক্রমণ প্রতিহত করার আয়রন ডোম রয়েছে। তারা কাজে নেমে পড়েছে বলে খবর। (Iran-Israel Tensions)

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই ইজরায়েলে সাড়া পড়ে গিয়েছে। গভীর রাত থেকে সেখানে সাইরেন বাজছে। হামলা প্রতিহত করতে ইজরায়েলের তরফেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে ১০ বছরের এক শিশুর আহত হওয়ার খবর মিলেছে। ইজরায়েলের দাবি, ১০০-র বেশি ড্রোন ছুড়েছে ইরান। আমেরিকার সেনাবাহিনী সেগুলি নামাতেও শুরু করেছে বলে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ইজরায়েলকে সতর্ক করেছিলেন। উত্তাপ বাড়লে আমেরিকা ইজরায়েলের সমর্থনে এগিয়ে আসবে বলে জানান তিনি। সিরিয়াও সতর্ক হয়ে রয়েছে। দামাস্কাসকে ঘিরে রেখেছে রুশ প্রতিরক্ষা প্রযুক্তি। যদি ইজরায়েল হামলা চালায়, তা প্রতিহত করার জন্যই এই ব্যবস্থা। নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক, জর্ডান এবং লেবানন।

ইজরায়েলে হামলার কথা যদিও আগেই জানিয়ে রেখেছিল ইরান। গত ১ এপ্রিল দামাস্কাসে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইজরায়েল, তাতে ইরানের সাত সেনা আধিকারিকের মৃত্যু হয়। এর পরই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আমেরিকা মধ্যস্থতা করতে চাইলেও সুরাহা হয়নি। এর পর শনিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে খবর।

(Feed Source: abplive.com)