ইরানের হাতে আটক জাহাজে ১৭ ভারতীয়, যুদ্ধের আবহে বাড়ছে উদ্বেগ

ইরানের হাতে আটক জাহাজে ১৭ ভারতীয়, যুদ্ধের আবহে বাড়ছে উদ্বেগ

নয়াদিল্লি: ক্রমশ তেতে উঠছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতি। ইজরায়েল এবং হামাসের মধ্যে গত সাত মাস ধরে যুদ্ধ চলছেই। সেই আবহে এবার ইজরায়েলে হামলা চালাল ইরান (Iran-Israel Conflict)। দামাস্কাসে তাদের কনস্যুলেটে সম্প্রতি হামলা চালায় ইজরায়েল, তার পাল্টা শনিবার ইজরায়েলকে লক্ষ্য করে ২০০-র বেশি হামলাকারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই আবহে উপসাগরীয় অঞ্চলেও উত্তাপ বাড়ল। সংযুক্ত আরব আমিরশাহি উপকূলে একটি মালবাহী জাহাজ আটক করল ইরানের রেভলিউশনারি গার্ডস, যাতে ১৭ জন ভারতীয় রয়েছেন বলে খবর। (Iran Seizes Cargo Ship)

শনিবার সংযুক্ত আরব আমিরশাহি উপকূলে ২৫ জন কর্মী-সহ একটি জাহাজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ডস। MSC Aires নামের ওই জাহাজটিকে হরমুজ প্রণালীর কাছে আটক করা হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, জাহাজটিকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ভারতের। আটক ভারতীয়দের মুক্ত করা নিয়ে কথা চলছে।

দিল্লির একটি সূত্র জানিয়েছে, MSC Aires জাহাজটির দখল নিয়েছে ইরান। জাহাজে ১৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তেহরানের সঙ্গে কথা চালাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা। ওই ১৭ জনকে যাতে দ্রুত মুক্ত করা যায়, নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, কথা চলছে দু’পক্ষের মধ্যে। আটক হওয়া জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইতালীয়-সুইস সংস্থা MSC. তারা জানিয়েছে, হেলিকপ্টারে চেপে এসে জাহাজের দখল নেয় ইরানের সেনা। জাহাজকর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে কথা চলছে।

ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। সেই আবহে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকাও। দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়েন ওয়াটসন বলেন, “অবিলম্বে জাহাজটি এবং তাতে থাকা বিদেশি কর্মীদের ছেড়ে দিতে বলছি ইরানকে। কোনও রকম প্ররোচনা, উস্কানি ছাড়া নাগরিক-সহ জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জলদস্যুর মতো আচরণ করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস।”

যদিও ইরানের দাবি, ওই জাহাজটির সঙ্গে ইজরায়েল সরকারের সংযোগ রয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে কারণ এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, তাতে আরও ঘওরাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকসমেত জাহাজটি আটক করায় উদ্বেগ ছড়িয়েছে।

(Feed Source: abplive.com)