চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ

চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ

কলকাতা: রবিবাসরীয় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার চিনার পার্কে (Chinar Park) এক রেস্তোরাঁয় ভয়াবহ আগুন (Fire)। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ। জানা যায়, রাত ৭.৪৫ নাগাদ একটি রেস্তোরাঁয় আগুন লাগে।

স্থানীয়রা জানায়, প্রথমে একটি রেস্তোরাঁয় আগুন লাগে এরপর, মুহূর্তের মধ্যে আগুন ছড়ায় পাশের আরও ৪টি রেস্তোরাঁয়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগে, তা এখন খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল গোটা এলাকা। ঠিক সেই সময়ই আচমকা ওই রেস্তোরাঁ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে চিনার পার্ক এলাকায় ব্যাপক যানজটও হয়। এই অগ্নিকাণ্ডের জেরে ঘুরপথে চলে বেশ কিছু বাস।

জানা গিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আগুনের গ্রাসে অবশ্য হতাহতের কোনও খবর নেই।

দিন দুই আগেই দক্ষিণ দমদম পুরসভার ছাতাকল এলাকায় বিধ্বংসী আগুন লেগেছিল। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০০ টি ঝুপড়ি। এক লহমায় সর্বস্ব হারিয়ে পথে বসেছেন কয়েকশো মানুষ। গৃহহীনদের জন্য অস্থায়ী থাকার জায়গার ব্যবস্থা করেছে প্রশাসন। শনিবার বেলা তখন ১২ টা দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার ঝুপড়িতে আগুন লাগে। বেশিরভাগ ঝুপড়িতে ত্রিপলের ছাউনি থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। একটার পর একটা ঝুপড়ি জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দা দিনমজুর। আগুন লাগার খবর পেয়ে কাজ ফেলে ছুটে আসেন তাঁরা, আসেন আত্মীয়-পরিজনেরা।

(Feed Source: abplive.com)