চেন্নাই: আইপিএলে (IPL 2024) তাঁর অংশগ্রহণ করা নিয়ে বরাবরই সংশয় ছিল। শেষমেশ গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে কনওয়ের ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তাঁর বদলি হিসাবে রিচার্ড গ্লিসনের (Richard Gleenson) নামও একইসঙ্গে ঘোষণা করে দিল সিএসকে।
বুড়ো আঙুলে চোট ছিল কনওয়ের। সেই চোটের জেরে তাঁকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। তিনি যে আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না, তা আগেভাগেই নিশ্চিত ছিল। সংশয় ছিল দ্বিতীয়ার্ধে খেলা নিয়েও। এবার আশঙ্কাই সত্যি হল। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন সিএসকের তারকা ওপেনার। সিএসকের খেতাব জয়ী দলের হয়ে গত মরশুমে দুরন্ত পারফর্ম করেছিলেন কনওয়ে। ১৫ ইনিংসে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করেছিলেন। তাঁর না থাকাটা যে নিঃসন্দেহে সিএসকের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
হলুদ ব্রিগেড অবশ্য কনওয়ের বদলে কোনও ব্যাটার নয়, বরং ইংল্যান্ডের বোলার গ্লিসনকে সই করিয়েছে। ভারতের বিরুদ্ধেই নিজের টি-টোয়েন্টি অভিষেকে কিন্তু গ্লিসমন বেশ প্রভাবিত করেছিলেন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে আউট করেছিলেন গ্লিসন। সেই ডান হাতি ফাস্ট বোলারকেই দলে নিল সিএসকে। এক বিবৃতিতে সিএসকের তরফে জানানো হয়, ‘গ্লিসন ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে নয়টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ৯০ টি-টোয়েন্টিতে তাঁঁর দখলে ১০১টি উইকেট রয়েছে। ওঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই সিএসকেতে যোগ দেবে ওঁ।’
Welcoming with a glee!🤩🥳
Whistle Vanakkam, Richard! 🦁💛
🔗 – https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024
গ্লিসন টি-টোয়েন্টিতে শতাধিক উইকেট তো নিয়েইছেন। তাঁর দখলে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৩টি উইকেট রয়েছে ইংল্যান্ড বোলারের ঝুলিতে। এবার সিএসকের জার্সিতে আইপিএল মাতাতে দেখা যাবে তাঁকে। ১ মে-র পর মুস্তাফিজুর রহমান সিএসকে শিবির ছাড়বেন। বাংলাদেশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করবেন তিনি। মুস্তাফিজুরের না থাকায় দুর্বল হয়ে যাওয়া বোলিং আক্রমণের শক্তি বাড়াবেন গ্লিসন। তিনি সুযোগ পেলে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার বিষয়।
(Feed Source: abplive.com)