কাস্তে-হাতুড়ি উত্তরীয় পরে সেলিমের পাশে অধীর! হাঁটলেন মনোনয়নের মিছিলেও

কাস্তে-হাতুড়ি উত্তরীয় পরে সেলিমের পাশে অধীর! হাঁটলেন মনোনয়নের মিছিলেও

মুর্শিদাবাদ: সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম (MD Selim)। তাঁর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিলেন কংগ্রেসের অধীর চৌধুরী (Congress Adhir Chowdhury)। শুধু তাই নয়, অধীরের গলায় সিপিএমের (CPIM in Lok Sabha Election) প্রতীক দেওয়া উত্তরীয় পরিয়ে দেন খোদ মহম্মদ সেলিম (Murshidabad CPM Candidate Md Selim)। সেই উত্তরীয় পরেই মিছিলে হাঁটলেন অধীর।

একসময় রাজ্য়ে ক্ষমতায় বামেরা, বিরোধী আসনে কংগ্রেস। তখন দুই দলের আকচা-আকচি ছিল সুবিদিত। তারপর জমানা বদলেছে। রাজনৈতিক পরিস্থিতির বিচারে এখন পাশাপাশি কংগ্রেস-সিপিএম। আসন সমঝোতা করে লড়ছেও। আর এই আবহেই একেবারে অন্যরকম ছবি দেখা গেল মুর্শিদাবাদে। ওই লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী দলেরই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বর্ণাঢ্য মিছিল আয়োজন করা হয়। সেই মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্য়ায়।

সিপিএম ও কংগ্রেস জোট বা আসন সমঝোতার কাজে অন্যতম কাণ্ডারী সিপিএমের মহম্মদ সেলিম এবং কংগ্রেসের অধীর চৌধুরী। গত বিধানসভা নির্বাচনেও সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতার কাজে। প্রচারের কাজে প্রায়শই সেলিম ও অধীরকে পাশাপাশি দেখা গিয়েছে। এবারের লোকসভা ভোটেও প্রায় একইরকম ছবি। মুর্শিদাবাদ অধীর চৌধুরীর জেলা। বহরমপুর আসনে তিনি নিজেই প্রার্থী, সেই আসনে প্রার্থী দেয়নি সিপিএম। অন্যদিকে সেই জেলারই আরেকটি আসন মুর্শিদাবাদ (Murshidabad Parliamentary Constituency)। সেখানে প্রার্থী মহম্মদ সেলিম। ওই আসনে আবার কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস।

গতবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2024) বহরমপুর (Baharampur Parliamentary Constituency) আসনে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। সেই সময় ওই আসনে প্রার্থী দেয়নি সিপিএম। সারা রাজ্য়ে সিপিএম-কংগ্রেসের তুমুল ভরাডুবির মধ্যেও ওই আসন জেতেন অধীর চৌধুরী। এবার কী বহরমপুর-মুর্শিদাবাদ ২টি আসনই অধীর-সেলিমের হাতেই উঠবে? নাকি অন্য ফল দেখা যাবে? উত্তর মিলবে ৪ জুন (Lok Sabha Election 2024)।

(Feed Source: abplive.com)