কাস্তে-হাতুড়ি উত্তরীয় পরে সেলিমের পাশে অধীর! হাঁটলেন মনোনয়নের মিছিলেও
মুর্শিদাবাদ: সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম (MD Selim)। তাঁর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিলেন কংগ্রেসের অধীর চৌধুরী (Congress Adhir Chowdhury)। শুধু তাই নয়, অধীরের গলায় সিপিএমের (CPIM in Lok Sabha Election) প্রতীক দেওয়া উত্তরীয় পরিয়ে দেন খোদ মহম্মদ সেলিম (Murshidabad CPM Candidate Md Selim)। সেই উত্তরীয় পরেই মিছিলে হাঁটলেন অধীর। একসময় রাজ্য়ে ক্ষমতায় বামেরা, বিরোধী আসনে কংগ্রেস। তখন দুই দলের আকচা-আকচি ছিল সুবিদিত। তারপর জমানা বদলেছে। রাজনৈতিক পরিস্থিতির বিচারে এখন পাশাপাশি কংগ্রেস-সিপিএম। আসন সমঝোতা করে লড়ছেও। আর এই আবহেই…