ফিলিপিন্সে পৌঁছল ভারতের ব্রহ্মস মিসাইলের প্রথম লট

ফিলিপিন্সে পৌঁছল ভারতের ব্রহ্মস মিসাইলের প্রথম লট

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা (Defence) ও স্ট্র্যাটেজিক ডোমিয়নের (Strategic domains) জন্য বিশাল বড় এক মুহূর্তের সূচনা হল। প্রকাশ্যে এল ফিলিপিন্সকে (Philippine) রপ্তানি (Export) করা প্রথম ব্রহ্মস মিসাইলের প্রথম ছবি। ভারতীয় এয়ার ফোর্সের সি-১৭ বিমানটি যখন ভারত (India) থেকে ফিলিপিন্সকে রপ্তানি করা ব্রহ্মস মিসাইলের (BrahMos missile) প্রথম লটটি নিয়ে সে দেশে অবতরণ করে সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারত থেকে ব্রহ্মস মিসাইলের লটটি নিয়ে ভারতীয় এয়ারক্রাফটটি যখন  ফিলিপিন্সের মাটিতে অবতরণ করে তারপরই ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনী ও ব্রহ্মস দলের সদস্যরা ফিলিপিন্সের মেরিন কর্পসের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প মেড ইন ইন্ডিয়ার অধীনে ওই ব্রহ্মস মিসাইলগুলি ভারত থেকে ফিলিপিন্সে রপ্তানি করার জন্য ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে দিল্লি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় ৩২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারত রপ্তানি করেছে ২১০৮৩ কোটি টাকায়। গত ১০ বছর আগে অর্থাৎ ২০১৩-১৪ আর্থিক বর্ষের তুলনায় এবার ভারতীয় প্রতিরক্ষা সামগ্রীর বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সারা বিশ্বে হাতে গোনা যে কয়েকটি দেশের নৌবাহিনীর হাতে সমুদ্র থেকে ভূমিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র আছে। বর্তমানে ভারত তাদের মধ্যে অন্যতম। গত
২০১৭ সালের এপ্রিল মাসে ভূমিতে হামলার উপযোগী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের পরীক্ষা করে ভারতীয় নৌবাহিনী। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে।

এর আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও চিনের নৌবাহিনীর হাতেই এই ধরনের ক্ষেপণাস্ত্র ছিল। এখন থেকে ভারতও এই ক্লাবের সদস্য। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ব্রহ্মস। কলকাতা, রণবীর, তেগের মতো ভারতীয় নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজগুলি এই ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

(Feed Source: abplive.com)