ফিলিপিন্সে পৌঁছল ভারতের ব্রহ্মস মিসাইলের প্রথম লট
নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা (Defence) ও স্ট্র্যাটেজিক ডোমিয়নের (Strategic domains) জন্য বিশাল বড় এক মুহূর্তের সূচনা হল। প্রকাশ্যে এল ফিলিপিন্সকে (Philippine) রপ্তানি (Export) করা প্রথম ব্রহ্মস মিসাইলের প্রথম ছবি। ভারতীয় এয়ার ফোর্সের সি-১৭ বিমানটি যখন ভারত (India) থেকে ফিলিপিন্সকে রপ্তানি করা ব্রহ্মস মিসাইলের (BrahMos missile) প্রথম লটটি নিয়ে সে দেশে অবতরণ করে সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারত থেকে ব্রহ্মস মিসাইলের লটটি নিয়ে ভারতীয় এয়ারক্রাফটটি যখন ফিলিপিন্সের মাটিতে অবতরণ করে তারপরই ভারতীয় বায়ুসেনা, ভারতীয়…