৬০০০ টাকার মধ্য়ে মোবাইল ধমাকা, সস্তার স্মার্ট ফোন এল বাজারে, ১২৮ জিবি RAM

৬০০০ টাকার মধ্য়ে মোবাইল ধমাকা, সস্তার স্মার্ট ফোন এল বাজারে, ১২৮ জিবি RAM

ভাবছেন নতুন ফোন কিনবেন? কিন্তু মাসের শেষ। পকেটে টাকারও টান। সেক্ষেত্রে আমাজনে একবার চোখ বোলাতে পারেন। বড় অফার দিচ্ছে আমাজন। আইটেল একটা ভালো অফার নিয়ে এসেছে। ভারতের বাজারে এসেছে itel -A70। এতে ১২৮ জিবি RAM ও ফিউসন টেকনোলজি রয়েছে এখানে। এদিকে এই ফোন কেনার ক্ষেত্রে স্পেশাল ছাড়েরও ব্যবস্থা রয়েছে।

সবথেকে বড় কথা কি জানেন iphone 15 সিরিজের মতো এই ফোনের ব্যাক ক্যামেরা একেবারে দূর্দান্ত। ফোনের পাশের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। একটা শক্তিশালী ব্যাটারির সুবিধাও রয়েছে।  ৫০০০mAH ব্যাটারির সুবিধা রয়েছে এই ফোনে। আমাজনে বেশ সস্তায় এই ফোন আপনি কিনতেই পারেন।

৪ জিবি Ram ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। আইটেল এ ৭০। এই ফোন আমাজন থেকে কিনতে গেলে আপনার খরচ হবে ৬৭৯৯ টাকা। আর যেকোনও ব্যাঙ্ক কার্ড দিয়ে যখন আপনি টাকা মেটাবেন তখন সেই ফোনের দাম হবে ৬০৯৯ টাকা। আর যখন আপনি আপনার পুরনো ফোনের সঙ্গে এই ফোন বদল করতে চান তবে দেখতে পাবেন আপনি অনেকটা সুবিধা পাবেন।

চারটে রঙে এই ফোন মিলবে। একটা হল ব্রিলিয়ান্ট গোল্ড, স্টারলিশ ব্ল্য়াক, অ্য়াজিউর ব্লু ও ফিল্ড গ্রিন। তবে এই যে এক্সচেঞ্জ অফার সেটা অবশ্য় সেই পুরানো ফোনের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করছে। সেই ফোনটি যদি ঠিকঠাক থাকে তবে আপনি এক্সচেঞ্জ অফারটা ঠিকঠাক পাবেন।

এই আইটেল ৭০ এর মূল ফিচারগুলো জেনে নিন।

এই ফোনে স্ক্রিনটা বেশ চওড়া। এতে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। স্ক্রিনটার ঔজ্জ্বল্য যথেষ্ট ভালো। এই ফোনে টি ৬০৩ অক্টাকোর প্রসেসর রয়েছে। এখানে ১৩ এমপি সুপার HDR ক্যামেরাও রয়েছে। সামনের দিকে ৮ এমপি সেলফি ক্যামেরাও রয়েছে। ইউএসবির যে কেবল রয়েছে সেটা সি টাইপের। সেই সঙ্গে ব্যাটারি ব্যাক আপটাও বেশ ভালো। অনেক ক্ষণ এই ফোন নিয়ে গেম খেলুন। অন্যান্য কাজ করুন। ব্যাটারি যেন কিছুতেই ফুরতো চায় না।

সেক্ষেত্রে যারা কম দামে ভালো ফিচার্সযুক্ত ফোন কিনতে চান তাদের জন্য় এবার বিরাট সুযোগ। আমাজনে সার্চ করে দেখতে পারেন। মোটামুটি সাধ্যের মধ্য়েই দাম রয়েছে। সেক্ষেত্রে একবার দেখতে পারেন। ফিচার্স, ক্যামেরা, ব্যাটারি যা রয়েছে তা বেশ ভালো।

(Feed Source: hindustantimes.com)