বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট (Ghatal Lok Sabha Constituency)। বলাইবাহুল্য তার আগে জোর প্রস্তুত এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। ইতিমধ্যেই তিনি নানা ইস্যুতে বিদ্ধ করেছেন গেরুয়া শিবিরকে (BJP)। আজ তাঁর মুখে উঠে এল রাষ্ট্রপতির নাম। কিন্তু কেন ? কোন বিষয়ে আলোকপাত করলেন দেব ? (Ghatal TMC Candidate Dev)
‘পোস্ট দিয়েছে, সম্মান দেয়নি..’
আজ সন্ধ্যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ব্লকের অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এসটি সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগদান করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ( দীপক অধিকারী) (Ghatal TMC Candidate Dev)। সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে নিজের হাতে মাদল বাজান। এবং আদিবাসী নৃত্যে সামিল হন। সেখানেই দেব বলেন, ‘ভারতের প্রথম নাগরিক বলা হয় আমাদের রাষ্ট্রপতিকে। আমাদের গণতন্ত্রের মন্দির হচ্ছে পার্লামেন্ট। এখানে প্রথম স্থান হয় রাষ্ট্রপতির। যেদিন নতুন পার্লামেন্ট উদ্বোধন হল। সেদিন কিন্তু ওখানে আমাদের রাষ্ট্রপতিকে দেখতে পাইনি। সেদিন ওখানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। সংসদের যে কোনও কাজে প্রথম যাওয়ার অধিকার রাষ্ট্রপতির। রামমন্দির প্রতিষ্ঠা যেদিন হল, সেদিনও আমাদের রাষ্ট্রপতিকে কোথাও দেখতে পাইনি।’
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনাদের পাশে আছেন : দেব
এরপরেই দেবের প্রশ্ন,’ আপনাদের কাছে একটাই প্রশ্ন একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে আছেন, সঙ্গে আছেন। আর একটা দল পোস্ট দিয়েছে, কিন্তু সম্মান দেয়নি। এবার আপনারা বিচার করুন কোন দলটা আপনাদের কাছে বেশি সম্মানজনক। আমার দল, আমার নেত্রী, আপনাদের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। যাতে আপনারা ভালো থাকেন, আপনাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকে, ভাল শিক্ষা পায় সেই জন্য। আগামী ২৫ মে নির্বাচন। আপনারাই ঠিক করবেন কারা আপনাদের ভালো রেখেছে। তাঁদের কথা মাথায় রাখবেন।’
অপরদিকে, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার দেবের বিপরীতে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন হিরণ। এদিকে দুজনেই দীর্ঘদিন টলিপাড়ায় কাজ করেছেন। এবার তাঁরা ভোট যুদ্ধে পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে। সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বারবার যখন সেখানকার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন, তখন পাল্টা ব্য়ক্তিগত আক্রমণের পথে না হেঁটেই, হিরণের অভিযোগের জবাব দেন দেব। দেব বলেন, ‘ওর কাছে কোনও কথা নেই। এ কারণেই নেই কারণ ওর দল এবং উনি যে খড়গপুরে ৩ বছর ধরে বিধায়ক ছিলেন, ওনাদের নিজেদের কোনও কাজ যেটা মানুষের সামনে রাখবে যার ভিত্তিতে মানুষের কাছে ভোটটা চাইবে, সেই কাজগুলো তাদের কাছে নেই। ওর মনে হয় এখানে তৃণমূল চ্য়ালেঞ্জ না, এখানে চ্যালেঞ্জ হচ্ছে দেব। তো তৃণমূলকে আক্রমণ না করে দেবকে আক্রমণ করা। কিন্তু, আমি একটাই কথা বলব। হিরণ প্রথম না ৩ বছর ধরে একই কথা বলে যাচ্ছে।’
(Feed Source: abplive.com)