জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের আধুনিকতম শহরগুলির মধ্য়েই দুবাই। বিগত কিছু বছরে মরুদেশের এই শহর পৃথিবীর বহু পর্যটকের কাছে হটস্পট। তবে সম্প্রতি দুবাইয়ে চেহারাটাই বদলে গিয়েছে। ক্লাউড সিডিং থেকে তৈরি হওয়া প্রবল বর্ষণে দুবাই কার্যত জলের তলায়। বন্য়াকবলিত শহরের প্রধান সড়ক থেকে আন্তর্জাতিক বিমানবন্দরও প্লাবিত! আর এই দুর্যোগেই বুক ভাঙল দেশের দুই কুস্তিগীর- দীপক পুনিয়া ও সুজিত কালাকলের (Deepak Punia and Sujeet Kalakal)। দীপক-সুজিতরা কিরঘিজস্তানে এশিয়ান রেস্টলিং কোয়ালিফায়ার্সে (Asian Wrestling Qualifiers) অংশ নিতে যাচ্ছিলেন। দুবাই থেকে বিমান ধরে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে যাওয়ার কথা ছিল তাঁদের।
বিগত দুই দিন ধরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা বেহাল। বিশ্বের অন্য়তম ব্য়স্ত এই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বহু বিমান ছেড়েছে অনেক দেরিতেই। আর ঠিক এই কারণেই দীপক-সুজিতরা সময় মতো পৌঁছতে পারেননি বিশকেকে। যার ফলে বাধ্য়তামূলক ‘ওয়ে-ইন’ ইভেন্টে তারা আসতে পারেননি। কী এই ‘ওয়ে-ইন’ ইভেন্ট? প্রতিযোগিতা শুরুর দিক আগে প্রতিযোগীদের ওজন মেপে দেখে নেওয়া হয় যে, তাঁরা ঠিক ওজন ক্য়াটেগরিতেই অংশ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন কিনা! এই ছাড়পত্র পাওয়ার পরেই তাঁরা ম্য়াটে নামতে পারেন। ঘটনাচক্রে ডব্লিউএফআই-এর অনুরোধে কিরঘিজস্তানে এশিয়ান রেস্টলিং কোয়ালিফায়ার্সের ভেন্যুতে দুই আধিকারিক দীপক-সুজিতদের জন্য় আরও ১০ মিনিট অপেক্ষা করেছিলেন। কিন্তু এক্সট্রা টাইমেও আসা সম্ভব হয়নি দুই ভারতীয়র।
দীপকের এশিয়াডে রুপো ও কমনওয়েলথে সোনা রয়েছে। দীপক-সুজিতের সঙ্গে তাঁদের রুশ কোচ কমল মালিকোভ ও ফিজিয়ো শুভম গুপ্তও গিয়েছিলেন। তবে তাঁরা দুবাইয়ে গিয়ে মেঝেত রাত কাটাতে বাধ্য় হন। এমনকী ঠিকঠাক খাবারও পাননি। আগামী ২৬ জুলাই থেকে প্য়ারিসে শুরু অলিম্পিক্স। দীপক-সুজিতের কাছে অলিম্পিক্সে কোয়ালিফাই করার এটি ছিল দ্বিতীয় শেষ সুযোগ। তবে দীপক-সুজিতের এখনই মাথায় আকাশ ভাঙার মতো কিছু হয়নি। মে মাসে তুরস্কতে গিয়ে তাঁরা বিশ্ব কোয়ালিফায়ার্সে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।
(Feed Source: zeenews.com)