দিল্লি বধে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ

দিল্লি বধে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ

নয়াদিল্লি: বিশাল রানের লক্ষ্যমাত্রা। ২৬৭ রান তাড়া করতে নেমে কতটা লড়াই করতে পারবে দিল্লির ব্যাটাররা, তা নিয়ে সংশয় ছিলই। তবুও কিছুটা লড়াই দিয়েছিলেন পন্থরা। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ১৯৯ রানেই গুটিয়ে গেল দিল্লির ইনিংস। আরও একটা জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ শিবির। প্যাট কামিন্সের দল পয়েন্ট টেবিলেও টেক্কা দিল কেকেআরকে। তাঁদের সরিয়ে দুই নম্বরে উঠে এল সানরাইজার্স। এই মুহূর্তে কেকেআর রয়েছেন তিন নম্বরে। সানরাইজার্স ৭ ম্য়াচ খেলে পাঁচটি জিতেছে। অন্যদিকে কেকেআর ৬ ম্য়াচ খেলে চার ম্য়াচে জয় পেয়েছে এখনও পর্যন্ত।

চলতি আইপিএলে তিনটি সর্বাধিক রানই বোর্ডে তুলেছে এখনও পর্যন্ত সানরাইজার্সই। ২৮৭, ২৭৭ ও আজকের ম্য়াচে ২৬৬। শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল দিল্লি শিবির। তবুও অরুণ জেটলি স্টেডিয়ামে সমর্থকদের সমর্থন কিছুটা প্লাস পয়েন্ট ছিল দিল্লির। পৃথ্বী এদিন টানা চারটি বাউন্ডারি হাঁকান। এরপর প্রথম ওভারেই আউট হন ক্যাচ দিয়ে। ১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। তবে দিল্লির আশা বাঁচিয়ে রেখেছিলেন জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুক। আজকের সেরা স্ট্রাইক রেট ছিল তাঁরই। ৩৬১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন জ্যাক। মাত্র ১৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু তিনি ফিরতেই কিছুটা রানের গতি কমে যায় দিল্লির। অভিষেক পোড়েল এদিনও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। ২২ বলে ৪২ রান করে তিনি। ঋষভ পন্থ ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। অবশেষে ১৯৯ রানে শেষ হয় দিল্লির ইনিংস। সানরাইজার্স বোলারদের মধ্যে ৪ উইকেট নেন নটরাজন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর, ওয়াশিংটন। ২টো করে উইকেট নেন মারকাণ্ডে ও রেড্ডি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সানরাইজার্সের হয়ে ওপেনে নেমেছিলেন যথারীতি অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। বেশিরভাগ ম্য়াচেই এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন হেড। একের পর এক ম্য়াচে ঝোড়াে ইনিংস দেখা গিয়েছে তাঁর। এদিনও তাঁর ব্য়তিক্রম হল না। ক্রিজের ২ প্রান্ত থেকেই মারকুটে ব্যাটিং করেন অরেঞ্জ আর্মির ২ ওপেনার। মাত্র ৫ ওভারেই একশোর গণ্ডি পেরিয়ে যায় সানরাইজার্স। মাত্র ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন এদিন হেড। অভিষেক আরও ভয়ঙ্কর ছিলেন। আজ দ্রুততম অর্ধশতরান হাঁকানোর রেকর্ডও ভেঙে দিতে পারতেন এই বাঁহাতি। কিন্তু শেষ পর্যন্ত ১২ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান এই বাঁহাতি তরুণ ব্যাটার।

(Feed Source: abplive.com)