আবহাওয়ার বড় আপডেট, চরম তাপদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার বড় আপডেট, চরম তাপদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্রমশ বাড়ছে তাপমাত্রা। একে পারদ ঊর্ধ্বমুখী, তার ওপর আর্দ্রতা, সব মিলিয়ে দিনভর গলদঘর্ম অবস্থা। কিছুতেই যেন মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাঁচজেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতকর্তা।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা সহ একাধিক জেলায়। সোমবার-মঙ্গলবার দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা।

এপ্রিলেই কলকাতার তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দমদমে। সেখানে পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রির ঘর। স্বাভাবিকের থেকে যাকা ৫.৯ ডিগ্রি বেশি। জেলার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড় ৪৫.১। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। কলাইকুণ্ডার তাপমাত্রা ছিল ৪৩.৬। স্বাভাবিকের থেকে ৬.৭ বেশি।

দক্ষিণবঙ্গের ৮টি জেলায় গতকাল পারদ ছিল ৪২ ডিগ্রির ওপরে। আজ ও কাল চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এর মধ্যেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। তবে সোমবার থেকে একটু বদলাতে পারে পরিস্থিতি।

সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজকে পরামর্শ দেওয়া হয়েছে জরুরি বিভাগ, মেডিনসিন বিভাগে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য দুটো করে বেড বরাদ্দ রাখতে।

(Feed Source: abplive.com)