বহুতলের ২৫ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু! কসবার ঘটনায় উঠছে নানান প্রশ্ন

বহুতলের ২৫ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু! কসবার ঘটনায় উঠছে নানান প্রশ্ন

শহরের এক বহুতলে ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য কলকাতায়। প্রশ্ন উঠছে এই মৃত্যু দুর্ঘটনা নাকি, আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫ তলা থেকে পড়ে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনা কসবা এলাকার।

পুলিশ আপাতত তদন্তে নেমেছে এই মৃত্যু ঘিরে। নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? কী ঘটেছিল ওই ছাত্রীর? খোঁজ করছে পুলিশ। ১৯ বছরের মেয়ের এই মৃত্যুতে শোকে বিহ্বল বাবা মা সহ গোটা পরিবার। জানা গিয়েছে, রবিবার ভোররাত নাগাদ এই ঘটনা ঘটে যায়। জানা গিয়েছেস ভোর রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে গিয়েছে। কসবার পিকনিক গার্ডেন্সের নস্কর হাট রোডের বহুতল থেকে নিচে পড়ে তরুণীর দেহ। ৩৮ তলার বহুতলের ওই বিল্ডিয়ের ২৫ তলা থেকে এই ঘটনা ঘটে। ২৫ তলা থেকে তরুণীর দেহ নিচে পড়তেই কাল বিলম্ব না করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। প্রয়াত তরুণী তমান্না হিরাওয়াত বর্তমানে সিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জানা যাচ্ছে তিনি পরীক্ষাতেও বসেন। প্রশ্ন উঠছে, তমন্নার অকাল মৃত্যু ঘিরে।

জানা গিয়েছে, কসবার ওই আবাসনে ভাইয়ের সঙ্গে থাকতেন তমন্না। তাঁর বাবা থাকেন বিদেশে। এর আগেও তমন্না আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। সেবার কবজি কেটে ফেলার চেষ্টা করেছিলেন তিনি। তবে রবিবার ভোর রাতের ঘটনা নিছকই কি আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গোটা ঘটনায় আবাসন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই বেঙ্গালুরুর একটি বহুতল থেকে পা পিছলে পড়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। সেই ঘটনাতেও আসল কারণ জানতে তদন্ত করে পুলিশ। এছাড়াও মুকুন্দপুরের এক আবাসনে ১৭ তলা থেকে এক বৃদ্ধর ঝাঁপ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনা মানসিক অবসাদের জেরে ঘটেছে বলে জানা যায়। তারপর শহরে ফের এক বহুতল থেকে পড়ে মৃত্যুর ঘটনা। ফলে বহুতল আবাসনগুলিতে ছড়াচ্ছে চাঞ্চল্য।

(Feed Source: hindustantimes.com)