আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারদের সঙ্গে মাঠেই ঝামেলা, কড়া শাস্তি?

আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারদের সঙ্গে মাঠেই ঝামেলা, কড়া শাস্তি?

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গ্যালারি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তাঁর জন্যই। ম্যাচের প্রথমার্ধে ফিল্ডিং করার সময় তিনি মাঠে যেখানেই থাকুন না কেন, ক্রমাগত জয়োধ্বনি। তাঁর নামাঙ্কিত জার্সি। প্ল্যাকার্ডে তাঁর নাম। কেউ নিজে হাতে এঁকে নিয়ে এসেছেন তাঁর মুখাবয়ব।

কিন্তু যা দেখার জন্য রবিবারের ইডেন (Eden Gardens) হা পিত্যেশ করে বসেছিল, সেই বিরাট কোহলির ব্যাটে বড় রান এল না। আউট হলেন বিতর্কিতভাবে। এবং আউট হয়ে মেজাজ হারালেন। প্রবল তর্কাতর্কি চলল আম্পায়ারের সঙ্গে। তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল বলে। কঠোর শাস্তিও হয়তো অপেক্ষা করে রয়েছে কোহলির জন্য।

ইডেনে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে (KKR vs RCB) প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কেকেআর তুলেছিল ২২২/৬। ২২৩ রানের লক্ষ্য আরসিবির সামনে। যে লক্ষ্য় তাড়া করতে নেমে আরসিবি ব্যাটিংয়ের প্রধান ভরসা ছিলেন কিংগ কোহলিই (Virat Kohli)।

আর পয়মন্ত ইডেনে কোহলি শুরুটাও করলেন দুরন্তভাবে। প্রথম বলেই হর্ষিত রানাকে মিড উইকেট বাউন্ডারিতে পাঠালেন। বিখ্যাত হুইপ শট খেলে। অফস্টাম্পের বাইরের বলকে যে কায়দায় অনায়াসে মিড উইকেটে পাঠিয়ে দেন কোহলি। হর্ষধ্বনি দিয়ে উঠল গ্যালারি। ৬ বলে ১৮ রান করে ফেলেছিলেন কোহলি। এক চার, জোড়া ছক্কা। ইডেনের গ্যালারি প্ল্যাকার্ড তুলে ধরল, তোমার জন্য এক হাজার কিলোমিটার উজিয়ে খেলা দেখতে এসেছি বিরাট।

কিন্তু তাল কাটল ইনিংসের তৃতীয় ওভারে। হর্ষিতের প্রথম বলটাই ছিল স্লোয়ার। তবে একটু বেশি উচ্চতায়। ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে কোহলি সহজ ক্যাচ তুলে দিলেন। হর্ষিত ভুল করেননি। আম্পায়ার আঙুল তুলতেি বিরক্তি প্রকাশ করলেন বিরাট। সঙ্গে সঙ্গে ডিআরএস নিলেন। তবে রিভিউয়ে দেখা গেল, বল তাঁর কোমরের নির্দিষ্ট উচ্চতাতেই ছিল। নিয়ম ভাঙেনি। তাই ফেয়ার ডেলিভারি।

কিন্তু সেই সিদ্ধান্ত মানতে পারলেন না বিরাট। তিনি মাঠের আম্পায়ারের দিকে তেড়ে গেলেন। যেন খানিকটা প্রবাদপ্রতিম ডব্লিউ জি গ্রেসের মতো। যাঁকে ক্রিকেটের জনক বলা হয়। যিনি বোল্ড হয়ে যাওয়ার পর ফের উইকেট পুঁতে স্টান্স নিয়েছিলেন। আম্পায়ারকে এগিয়ে এসে বলতে হয়েছিল, তুমি আউট। বাইরে যাও। গ্রেসের জবাব কিংবদন্তি হয়ে রয়েছে। বলেছিলেন, ‘লোকে তোমার আম্পায়ারিং দেখতে আসেনি, আমার ব্যাটিং দেখতে এসেছে।’

কিন্তু সে ছিল ক্রিকেটের প্রস্তর যুগ। এখন ডিসিশন রিভিউ সিস্টেম, হক আই, স্নিকোমিটারের মতো প্রযুক্তির ঘনঘটা। তাই বিরাটকে ক্ষোভ প্রদর্শন করেই হতাশা ব্যক্ত করতে হল।

তাঁর ওপর কিন্তু মোটা অঙ্কের জরিমানার খাঁড়া ঝুলছে।

(Feed Source: abplive.com)