Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারদের সঙ্গে মাঠেই ঝামেলা, কড়া শাস্তি?
আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারদের সঙ্গে মাঠেই ঝামেলা, কড়া শাস্তি?

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গ্যালারি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তাঁর জন্যই। ম্যাচের প্রথমার্ধে ফিল্ডিং করার সময় তিনি মাঠে যেখানেই থাকুন না কেন, ক্রমাগত জয়োধ্বনি। তাঁর নামাঙ্কিত জার্সি। প্ল্যাকার্ডে তাঁর নাম। কেউ নিজে হাতে এঁকে নিয়ে এসেছেন তাঁর মুখাবয়ব। কিন্তু যা দেখার জন্য রবিবারের ইডেন (Eden Gardens) হা পিত্যেশ করে বসেছিল, সেই বিরাট কোহলির ব্যাটে বড় রান এল না। আউট হলেন বিতর্কিতভাবে। এবং আউট হয়ে মেজাজ হারালেন। প্রবল তর্কাতর্কি চলল আম্পায়ারের সঙ্গে। তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল বলে। কঠোর শাস্তিও…

Read More