কাস্পারভের রেকর্ড ভেঙে চুরমার, ১৭ বছর বয়সি গুকেশের সামনে বিশ্বখেতাব জয়ের হাতছানি

কাস্পারভের রেকর্ড ভেঙে চুরমার, ১৭ বছর বয়সি গুকেশের সামনে বিশ্বখেতাব জয়ের হাতছানি

টরন্টো: বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়ার সুযোগ দম্মারাজু গুকেশের (Dommaraju Gukesh) সামনে। ভারতীয় তরুণ গ্র্যান্ডম্যাস্টার গুকেশ ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট (Candidates Chess Tournament) জিতেই ইতিহাস গড়ে ফেললেন। কণিষ্ঠতম দাবাড়ু হিসাবে এবার বিশ্ব খেতাব জয়ের লক্ষ্যে লড়াই করবেন গুকেশ। তিনি কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরোনো রেকর্ড ভাঙলেন।

আমেরিকার হিকারু নাকামুরার বিরুদ্ধে ১৪তম তথা শেষ রাউন্ডে সহজ ড্র করেন ভারতীয় দাবাড়ু। এর ফলে ১৪-র মধ্যে থেকে নয় পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কারা চ্যালেঞ্জ জানাবেন, তা নির্ধারিত করতেই কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বছরের শেষের দিকে বর্তমান চ্যাম্পিয়ন, চিনের ডিং লিরেনের মুখোমুখি হবেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে গুকেশ ক্যান্ডিডেটস জিতলেন।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার এবং বিশ্বের সেরা তিনের দুইজন যে টুর্নামেন্টে ছিলেন, সেখানে গুকেশকে কেউই ফেভারিটের আশেপাশেও রাখেনি। তবে ফাইনাল রাউন্ড শুরুর আগে গুকেশ লিডেই ছিলেন। তবে নাকামুরা, ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ইয়ানকে দৌড়ে টিকে থাকতে জিততেই হত। অপরদিকে, ইয়ান-ফ্যাবিয়ানোর ম্যাচ ড্র হলে বিশ্বের তিন নম্বর দাবাড়ু নাকামুরার বিরুদ্ধে ড্র করলেই খেতাব নিশ্চিত হয়ে যেত গুকেশের। দুই ম্যাচের ফলাফলই গুকেশের পক্ষেই যায়। চাপের মুখেও দুরন্ত পরিপক্কতার পরিচয় দেন গুকেশ।

নাকামুরার বিরুদ্ধে কালো নিয়ে খেলা গুকেশকে শেষ রাউন্ডের ম্যাচে তেমন চাপেও পড়তে হয়নি। ইতিহাস গড়া গুকেশের পারফরম্যান্সে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনও বেশ প্রভাবিত। তিনি ক্যান্ডিডেটস শুরুর আগে গুকেশদের তেমন রেট করেননি। তবে গুকেশ যে তাঁকে চমকে দিয়েছে, তা অকপটে মেনে নিচ্ছেন তিনি। কার্লসেন বলেন, ‘আমার পাশাপাশি গুকেশ আরও অনেককেই চমকে দিয়েছে বলে আমার মনে হয়। অবশ্য এতে হয়তো আমার এতটা আশ্চর্য হওয়া উচিত নয়। জার্মানিতে গুকেশ আমার কাছে ক্যান্ডিডেটসে ও কেমনভাবে খেলবে, সেই নিয়ে পরামর্শ চেয়েছিল। তবে আমার কাছে আহামরি কোনও উপদেশ ছিল না। আমি শুধুমাত্র ওকে বলেছিলাম যে মাথা ঠান্ডা রেখে খেলতে। বেশি বাড়াবাড়ি কিছু করার প্রয়োজন নেই। কারণ ব বাকিরা সকলে সেটাই করবে। প্রয়োজন শুধু সুযোগের সঠিক ব্যবহার করা।’

গুকেশ যে কার্লসেনের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা বলাই বাহুল্য।

(Feed Source: ndtv.com)