অর্জুন এরিগাইসিকে পেছনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন ডি গুকেশ
২০২৪ সালটা অসাধারণ গিয়েছিলে দাবাড়ু ডি গুকেশের। কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন তিনি। নতুন বছরে ঠিক সেই ফর্মই বজায় রেখেছেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নেদারল্যান্ডের উইজক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে অংশ নিয়েছেন তিনি। বুধবার সেখানে পঞ্চম রাউন্ডে খেলতে নেমেছিলেন গুকেশ। লড়াইটা মোটেও সহজ ছিল না তাঁর জন্য। প্রতিপক্ষ ভিনসেন্ট কিমারের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি। এদিনের জয়ের ফলে লাইভ রেটিং পয়েন্টের নিরিখে অর্জুন এরিগাইসিকে পেছনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু হয়ে ওঠেন…