Gukesh Dommaraju-Viswanathan Anand: ‘যে ছেলে রাজা হবে’! ছাত্রের সঙ্গে কিংবদন্তির ছবিতে ঝড়, জানেন গুকেশ কত টাকা পেলেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন দোম্মারাজু গুকেশ (Gukesh Dommaraju)। চেন্নাইয়ের দাবাড়ু চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে নজির গড়েছেন। ১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এই ঐতিহাসিক জয়ের ফলে গুকেশ হয়ে গেলেন ক্লাসিক্যাল চেসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) আর আনন্দ ধরছে না। তিনি ছোট্ট গুকেশের সঙ্গে নিজের পুরনো দিনের ছবি পোস্ট করেছেন, ভিশি ছবির ক্য়াপশনে জুড়ে দিয়েছেন ‘যে ছেলে রাজা হবে’! ওয়েস্টব্রিজ…