গুজরাতকে হারিয়েও ক্ষমাপ্রার্থী পন্থ! কার কাছে ক্ষমা চাইলেন ঋষভ?

গুজরাতকে হারিয়েও ক্ষমাপ্রার্থী পন্থ! কার কাছে ক্ষমা চাইলেন ঋষভ?

নয়াদিল্লি: ৪৩ বল ৮৮ রান, পাঁচ চার এবং চারটি ছক্কা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (DC vs GT) হয়ে রাজধানীতে বুধবার, ২৪ এপ্রিল ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ব্যাটিং দৌরাত্ম্যে ভর করেই মরশুমের চতুর্থ জয়টি পায় ক্যাপিটালস। চার রানে গুজরাত টাইটান্সকে। এই দুরন্ত জয়ের পর ক্ষমা চাইলেন পন্থ। প্রশ্ন হল জয়ের পরেও কার কাছে এবং কেন ক্ষমা চাইলেন দিল্লি নেতা?

এদিন নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে মোহিত শর্মাকে হেলায় বারংবার মাঠের বাইরে ফেলেন পন্থ। মোট ৩০ রান তোলেন ওভার থেকে। ওভারে একটি বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারিও ছিল। ঘটনাক্রমে তাঁর মারা এক ছক্কায় আহত হন এক ক্যামেরাম্যান। বল গিয়ে সোজা সেই ক্যামেরম্যানের গায়ে লাগে। ঘটনাটি বুঝতে পেরে পন্থ ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় উক্ত ব্যক্তির কাছে ক্ষমাও চান। তিনি বলেন, ‘সরি দেবাশিস ভাই। তোমায় আঘাত করতে চায়নি। আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েল যখন রশিদ খানের ক্যাচটা ফেলে দিলেন, আফগান তারকার নামের পাশে জ্বলজ্বল করছিল ০। সেই রশিদই পরের ১০ বলে ২০ রান করে দিল্লি ক্যাপিটালস শিবিরকে আতঙ্কিত করে তুলেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ১৯ রান দরকার, এমন পরিস্থিতিতে সেই মুকেশকেই প্রথম ২ বলে পরপর চার মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রশিদ। পঞ্চম বলেও ছক্কাও মারেন। তবে শেষরক্ষা হয়নি। দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রান জিতলেন ঋষভ পন্থরা। ২২৫ রান তাড়া করতে নেমে ২২০/৮ স্কোরে আটকে গেলেন শুভমন গিলরা।

(Feed Source: abplive.com)