কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার

কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার

এখন আর রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়, তিনি রাজনীতিবিদ। হুগলী থেকে দাঁড়িয়েছেন টিএমসি-র আসনে। ভোটের আগে কাজের চাপ প্রচুর। ছুটে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তারই মাঝে চলছে দিদি নম্বর ১-এর শ্যুট। ফলে বাড়িতেই কম সময় দেওয়া হচ্ছে।

দিদি নম্বর ১-এর এক এপিসোডে সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, একসময় ছেলেকে পড়াতে বসাতে হবে বলে রীতিমতো শ্যুট শেষ করে দৌঁড়তেন। যাতে রাস্তার যানজটে আটকে যেতে না হয়, তাই যাতায়াত করতেন মেট্রোতে। আর কেই যাতে চিনতে না পারে, সেই কারণে গায়ে চাপাতেন বোরখা।

দিদি নম্বর ১-এর নতুন প্রোমো শেয়ার করা হল অনলাইনে। যাতে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রীরা এসেছেন রচনার গেম শো-তে। সেখানেই ‘মা’ রচনাকে প্রশ্ন করা হয়, ‘তুমি যখন থাকো না বাড়িতে, তোমার ছেলে কতটা উপভোগ করে?’ যাতে জবাব আসে, ‘ভীষণ উপভোগ করে’। এরপর অবশ্য নিজের কথাতেই হেসে ফেলেন হো হো করে।

অবশ্য ভোটে দাঁড়ানোর পর রচনাকে বলতে শোনা গিয়েছিল, ‘ছেলে সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমি কাজের বাইরে ওকে নিয়ে ব্যস্ত থাকি। মমতাদিকেও জানিয়েছিলাম সে কথা। তাতে উনি বলেছিলেন, ও তো বড় হয়ে গিয়েছে। এরপর ও আরও পড়াশোনা করবে, চাকরি করবে। তুমি ওকে নিয়ে চিন্তা কোরো না।’ তারপরই নাকি রচনা রাজি হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রস্তাবে। যদিও ছেলে খুব একটা খুশি নয় মা এত ব্যস্ত হয়ে পড়ায়, সেটাও জানাতে ভোলেননি রচনা।

শুধু ছেলেকে পড়ানো নয়, এমনিতেও প্রনীলেরউপর কড়া নজর থাকে রচনার। একবার শো-তে এসে সোহেল দত্ত রচনাকে প্রশ্ন করেছিলেন, ‘তোমারও তো ছেলে আছে। প্রেম করে?’ এমন কথা শুনে তাজ্জবই হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ক্লাস টেনে পড়া (বছরকয়েক আগের ঘটনা) তাঁর ছেলে প্রেম করতে পারে, ভাবতেও পারেন না! যদিও জানিয়েছিলেন, ছেলে নাকি মায়ের সঙ্গে শুতে চায় না রাতে। আলাদা শোওয়ার বাহানা বানায়।

তখনই সোহেল সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, তার মানেই তো কারও সঙ্গে প্রেম করছে! শুনেই রচনার সাবধানবাণী ছিল, ‘দাঁড়াও রাতে এসে তোমার ফোন চেক করব’।

(Feed Source: hindustantimes.com)