ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট

ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট

শুভব্রত মুখার্জি:- লিভারপুলের হটসিটে যে পরিবর্তন হতে চলেছে তা নিশ্চিত ছিল। হেড কোচ যুর্গেন ক্লপকে যে দল সরিয়ে দেবে তা নিশ্চিত ছিল।‌আর এবার কার্যত তাঁর পরিবর্তও নিশ্চিত হয়ে গেল। নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দের কোচ আর্নে স্লটকে লিভারপুলের হেড কোচ করে আনাটা নিশ্চিত বলেই খবর সূত্রের। ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসির তরফে জানানো হয়েছে লিভারপুল এবং ফেইনুর্দের মধ্যে এই বিষয়ে সমঝোতাও হয়ে গিয়েছে।বিপুল অঙ্কের টাকা এইজন্য লিভারপুল ক্লাবকে দিতে হবে নাকি ৯৪ লক্ষ পাউন্ড! যদিও কোন তরফেই এই টাকার অঙ্কটি নিশ্চিত করা হয়নি।

অ্যানফিল্ড সূত্রে খবর নতুন কোচ আর্নে স্লটকে নিয়োগ করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে লিভারপুল। বিবিসির যা খবর তাতে ডাচ এই কোচের বর্তমান ক্লাব ফেইনুর্দ রাজি। প্রিমিয়র লিগের ক্লাবের সঙ্গে তাদের চুক্তিও পাকা। আর কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি আনা হবে সবার সামনে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফেইনুর্দের সঙ্গে লিভারপুলের মূল চুক্তি ৭৭ লক্ষ পাউন্ডের। যার সঙ্গে পরবর্তীতে যোগ হতে পারে আরও ১৭ লক্ষ পাউন্ড।চলতি মরশুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন ক্লপ। গত জানুয়ারিতে তিনি ক্লাব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন।তখন থেকেই নতুন কোচের খোঁজ শুরু করছিল লিভারপুল।

প্রথমদিকে ক্লাবের আগ্রহ ছিল ক্লাবের প্রাক্তন ফুটবলার জাভি আলোন্সোকে কোচ হিসেবে পাওয়ার। চলতি মরশুমে ইউরোপিয়ান ফুটবলে কোচ হিসেবে চমক দিয়েছেন আলোন্সো। তিনি জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। আর তারপর তাঁর লিভারপুলের কোচ হওয়ার সম্ভাবনা ভেস্তে যায়।

পরবর্তীতে স্লটের প্রতি আগ্রহী হয় লিভারপুল। স্লট নিজেও জানান, লিভারপুলের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। ৪৫ বছর বয়সী এই কোচের কোচিং দর্শনে মূলত বিশ্বাস রেখেছে লিভারপুল।ফেইনুর্দের দায়িত্বে প্রথম মরশুমে (২০২১-২২) ক্লাবকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তুলেছিলেন স্লট। পরের মরশুমে ক্লাবকে ডাচ লিগের শিরোপা জেতান তিনি। চলতি মরশুমে ও তিনি ডাচ কাপের শিরোপা জিতেছেন।

(Feed Source: hindustantimes.com)