Champions League: ১০ জনের বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে PSG
শুভব্রত মুখার্জি:- এখনও পর্যন্ত ক্লাব ইতিহাসে একবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিততে পারেনি ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজি। ফাইনালে পৌঁছেও অধরা থেকে গিয়েছে খেতাব।নেইমার, মেসিরা ক্লাবে থাকাকালীনও আসেনি খেতাব। তবে সেই অধরা খেতাবের আশা এই মরশুমে কিন্তু এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখল পিএসজি। প্রথম লেগে পিছিয়ে ছিল। দ্বিতীয় লেগে ১০ জনে খেলা বার্সেলোনাকে তারা হারিয়ে দিয়েছে। পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে।প্রথম লেগে পিএসজিকে হারিয়েছিল বার্সেলোনা। সেই জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ফিরতি লেগে খেলতে নেমেছিল তারা। দ্বিতীয় লেগের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা।…