বিহারে জন্ম, ৩৩ বছর বয়সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কণিষ্ক! কেমন ছিল উত্থান?

বিহারে জন্ম, ৩৩ বছর বয়সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কণিষ্ক! কেমন ছিল উত্থান?

কলকাতা: ভারতে জন্ম। ছোটবেলায় এদেশেই পড়াশোনা। তারপর বাবা-মায়ের হাত ধরে সোজা ব্রিটেনে (UK Parliament)। এখন ভোটে জিতে ওই দেশেরই পার্লামেন্টে পৌঁছলেন কণিষ্ক নারায়ণ (Kanishka Narayan)। ওয়েলসের (Wales) Vale of Glamorgan থেকে লেবার পার্টির হয়ে জিতে UK-এর সংসদে পৌঁছলেন তিনি। কণিষ্কর শিকড় ভারতের বিহারের মুজফফরপুরে।

ANI-প্রতিবেদন অনুযায়ী, কণিষ্কর কাকা এসকেজে ল কলেজের ডিরেক্টর জয়ন্ত কুমার জানিয়েছেন, কণিষ্কর এই সাফল্য শুধু বিহার নয়, গোটা দেশের গর্ব। এএনআই-কে তিনি বলেন, ‘কণিষ্ক আমার ছোট ভাইয়ের ছেলে। ওই নির্বাচনে লড়ার জন্য় চাকরি ছাড়েন তিনি। ও সবসময় রাজনীতিতে ছিলেন।’

বছর ৩৩-এর কণিষ্ক নারায়ণ বিহারের মুজফফরপুরে জন্মেছিলেন। এই দেশে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। কণিষ্কর ঠার্কুদা এবং ঠাকুমা কৃষ্ণ কুমার এবং বীণা দেবী আদতে বৈশালি জেলার বাসিন্দা। বহু বছর আগে তাঁরা মুজফফরপুরে এসে থিতু হন।  কৃষ্ণ কুমার মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এসকেজে ল কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন। ওই কলেজ থেকে পড়াশোনা করেই দিল্লি চলে গিয়েছিলেন কণিষ্কর বাবা-মা সন্তোষ কুমার এবং চেতনা সিংহ। দিল্লির সাকেতে এপিজে স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন কণিষ্ক। ১২ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে UK-তে চলে যান তিনি। সেখানেই বাকি পড়াশোনা। Eton Oxford থেকে পড়াশোনা করেছিলেন তিনি, ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাক্তনী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

UK-তে সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন তিনি। নির্বাচনের ঘোষণার পরে পদত্যাগ করে নির্বাচনে লড়েন তিনি। মাস দুয়েক আগে এক পারিবারিক অনুষ্ঠানে ভারতে এসেছিলেন তিনি।

(Feed Source: abplive.com)