নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টে৷ তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বুধবার কেন্দ্রীয় সরকার দাবি করলে, নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বড়সড় কোনও অনিয়ম হয়েছে অথবা স্থানীয় ভাবে একসঙ্গে অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷
একই সঙ্গে শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার ফের জানিয়ে দিয়েছে, পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়ার পক্ষে নয় তারা৷ কেন্দ্রের যুক্তি, ভিত্তিহীন সন্দেহ এবং অভিযোগের কারণে পুনরায় পরীক্ষা নিলে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপরে চাপ সৃষ্টি করা হবে৷ প্রসঙ্গত, গত ৫ মে দেশজুড়ে নিট-ইউজি পরীক্ষা হয়েছিল৷
বরং কেন্দ্রীয় সরকার বুধবার শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে, তারা জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিট-ইউজি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাউন্সেলিং শুরু করে দিতে চায়৷ যদি প্রমাণিত হয় যে কোনও পরীক্ষার্থী অন্যায় ভাবে কোনও সুবিধা নিয়েছেন, সেক্ষেত্রে কাউন্সেলিং চলাকালীন অথবা তার পরেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বাতিল করা হবে৷
নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে দু ধরনের আবেদনই জমা পড়েছে৷ একদিকে যেমন বহু আবেদনকারী পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন, আবার পুনরায় পরীক্ষার বিরোধিতা করেও অনেকে আবেদন করেছেন৷
নিজেদের হলফনামায় অবশ্য কেন্দ্রীয় সরকার দাবি করেছে, নিট পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্লেষণ করে মাদ্রাজ আইআইটি-র বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বড়সড় কোনও অনিয়ম হয়েছে অথবা নির্দিষ্ট ভাবে কিছু সংখ্যক পরীক্ষার্থী সুবিধা পেয়ে অস্বাভাবিক নম্বর পেয়েছেন, তার প্রমাণ মেলেনি৷ তবে তথ্যে দেখা গিয়েছে, পরীক্ষার্থীদের নম্বর পাওয়ার হার অনেকটাই বেড়েছে৷ বিশেষ ৫৫০ থেকে ৭২০-র মধ্যে নম্বর পেয়েছেন, এমন পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ তবে কোনও নির্দিষ্ট শহর অথবা পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রেই এমন হয়নি, গোটা দেশেই এই প্রবণতা দেখা গিয়েছে৷
(Feed Source: news18.com)