
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। তবে এর বহু আগে থেকেই এই হবু দম্পতি খবরের শিরোনামে। দু’দফায় তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানও হয়েছে। তারপর মুম্বইয়ের বান্দ্রাতেও তাঁদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান শুরু হয়েছে। মামেরু থেকে মেহেন্দি, সঙ্গীত সব কিছু নিয়ে বর্তমানে লাইমলাইটে অনন্ত-রাধিকার বিয়ে।
শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁদের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলউডের তারকারা। তাছাড়াও দেশ বিদেশের শিল্পপতি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও খেলয়াররাও পরিবার-সহ হাজির হয়েছেন রাধিকা-অনন্তের বিয়েতে।
তবে সবার মধ্যে নজর কেড়েছেন হবু মা দীপিকা পাডুকোন। একেবারে পঞ্জাবি কুড়ি সেজে তিনি হাজির হয়েছেন অনন্ত-রাধিকার বিয়েতে। সোনালি রঙের জড়ির ভরাট কাজ করা জমকালো লাল শালোয়ার স্যুটে ধরা দিয়েছিলেন দীপিকা। সঙ্গে পরেছিলেন মানানসই গয়নার। মাথায় টাইট করে খোঁপা বেঁধে তাতে দিয়েছিলেন ফুলের মালা। সঙ্গে নজর কেড়েছে নায়িকার সীমন্ত ভরা সিঁদুর।
বিয়ে বাড়িতে গিয়েই অভিনেত্রী সুপারস্টার রজনীকান্ত ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। অন্যদিকে, তাঁর স্বামী রণবীর সিং ছিলেন একেবারে পার্টি মুডে, তিনি একাই মাতিয়ে দিয়েছেন অনন্তর বরযাত্রা। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় দীপিকা যোগ দিতে পারেননি বরযাত্রীদের সঙ্গে।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট ১২ জুলাই বিয়ে করলেন। শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
প্রসঙ্গত, হবু এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন।
তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়। ক্যাটি পেরি, ব্যাকস্ট্রিট বয়েজ এবং পিটবুলের পারফরম্যান্সও ছিল সেখানে। তারপর মুম্বইতে তাঁদের প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের সঙ্গীতে হাজির হয়েছিলেন জাস্টিন বিবার। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
(Feed Source: hindustantimes.com)
