অঙ্কে তুখোড়, পেয়েছিলেন পুরস্কারও, ট্রাম্পের উপর গুলি চালানো তরুণ ছিলেন রাজনীতি সচেতন

অঙ্কে তুখোড়, পেয়েছিলেন পুরস্কারও, ট্রাম্পের উপর গুলি চালানো তরুণ ছিলেন রাজনীতি সচেতন

ওয়াশিংটন: ছোট থেকেই মেধাবী। রাজনীতি সচেতন ছিলেন বরাবর। আমেরিকায় ভরা সভায় গুলি ছুড়লেন সেই যুবকই। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ২০ বছরের টমাস ম্যাথু ক্রুকস তাই খবরের শিরোনামে উঠে এলেন। সিক্রেট সার্ভিসের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় টমাসের। তাঁর সম্পর্কে একের পর এক তথ্য উঠে আসছে। (Donald Trump Shooter)

আমেরিকার তদন্তকারী সংস্থা FBI টমাসের পরিচয়ে সিলমোহর দিয়েছে। ঠিক কারণে টমাস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান, তা যদিও স্পষ্ট এখনও পর্যন্ত। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। এবারই প্রথম ভোট দেওয়ার কথা ছিল টমাসের। কিন্তু তার আগে সরাসরি প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করেই গুলি চালালেন তিনি। (Donald Trump Attacked)

ট্রাম্প যে রাজনৈতিক দলের সদস্য, তাঁর উপর হামলা চালানো টমাসও সেই রিপাবলিকান দলের নথিভুক্ত সদস্য। পেনসিলভ্যানিয়ারই বাটলারের বাসিন্দা। জানা গিয়েছে, স্কুলে থাকাকালীন, মাত্র ১৭ বছর বয়সে ActBlue নামের একটি সংস্থায় ১৫ ডলার দান করেন টমাস। ওই সংস্থা  বামপন্থী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশ্বাসী রাজনীতিকদের জন্য অনুদান জোগাড় করে।

টমাসের বাবা ম্যাথু ক্রুকস এখনও পর্যন্ত ছেলেকে নিয়ে কিছু জানাননি। আমেরিকার সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে জানান, ঠিক কী হয়েছে, জানার চেষ্টা করছেন তিনি। তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে কথা না বলে কোনও মন্তব্য করবেন না। তবে স্থানীয় সংবাদমাধ্যম সবত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে পাশ করেন টমাস।  National Math and Science Initiative-এর থেকে ৫০০ ডলার পুরস্কারও পান তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনিতে দেখা গিয়েছে টমাসকে। তাতে দেখা গিয়েছে, নিজের ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করছেন তিনি। হাততালি দিয়ে সকলে অভিবাদন জানাচ্ছেন তাঁকে। টমাস চশমা চোখে, গাউন পরে স্কুলের আধিকারিকদের সঙ্গে ছবি তুলছেন কোথাও, কোথাও আলাপচারিতা সারছেন সকলের সঙ্গে।

ট্রাম্পের উপর হামলা চালানোর সময় সঙ্গে করে কোনও পরিচয়পত্র নিয়ে যাননি টমাস।  অনেক চেষ্টাচরিত্র করে তাঁকে শনাক্ত করেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। তাঁর ভোটার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য খুঁজে দেখা হচ্ছে। সেখানে পৌঁছেছে অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস, এক্সপ্লোসিভস বিভাগের এজেন্টরাও।

(Feed Source: abplive.com)