মাধ্যমিক পাশদের জন্য সরকারি চাকরির সুযোগ, বেতন মাসিক ৩০০০০! আজই আবেদন করুন

মাধ্যমিক পাশদের জন্য সরকারি চাকরির সুযোগ, বেতন মাসিক ৩০০০০! আজই আবেদন করুন

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর ৷ এবার ডাক বিভাগে চাকরির সুযোগের হাতছানি আপনার কাছে ৷ গ্রামীণ ডাক সেবকের পদে লোক নেওযা হচ্ছে ৷ দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে আবেদন করতে পারবেন ৷ কোথায় এবং কীভাবে আবেদন করবেন জেনে নিন ৷

গ্রামীণ ডাক সেবকের ৪৪ হাজার ২২৮ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ ৷ ওই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ ২৩টি স্থানে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এ সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ডাক বিভাগের কার্যালয়ে চাকরির সুযোগ পাবেন নিযুক্তরা। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া।

গ্রামীণ ডাক সেবক পদে কীভাবে আবেদন করবেন?

প্রথম ধাপ:
indiapostgdsonline.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যান।
দ্বিতীয় ধাপ: ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগ 2024 লিঙ্কে ক্লিক করুন ।
তৃতীয় ধাপ: রেজিস্ট্রেশনের ফি দিন ।
চতুর্থ ধাপ: প্রয়োজনীয় নথি আপলোড করুন।
পঞ্চম ধাপ: প্রয়োজনীয় বিবরণ-সহ আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন।
ষষ্ঠ ধাপ: আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য ফর্মের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ৫ অগাস্ট আবেদনের শেষ দিন। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৬ অগাস্ট থেকে ৮ অগাস্টের মধ্যে। গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য যেতে হবে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে
indiapostgdsonline.gov.in

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। গ্রামীণ ডাক সেবক নিয়োগে দুটি পদ রয়েছে ৷ একটি হল সহকারী শাখা পোস্টমাস্টার এবং শাখা পোস্ট মাস্টার। সহকারী শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল ১০০০০ থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে। যদিও শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল ১২০০০ থেকে ২৯,৩৮০ টাকার মধ্যে। চৌকিদার পদে যারা নির্বাচিত হবেন তাঁরা মাসিক ২০,০০০ টাকা বেতন পাবেন ৷

(Feed Source: news18.com)