East Bardhaman News: বর্ধমানে ডাক মেলার আয়োজন! কর্মী-এজেন্টদের পুরস্কৃত করার পাশাপাশি নিয়োগ নিয়েও বড় ঘোষণা
East Bardhaman News: অধিকর্তা এদিন আরও বলেন, ডাক বিভাগের সঞ্চয় প্রকল্প সহ বীমা প্রকল্পগুলি ফলপ্রসূ করতে আমরা এজেন্ট নিয়োগ করব। ডাকমেলার আয়োজন করে এদিন নভেম্বর মাসের কাজের সাফল্যে নিরিখে ডাক বিভাগের কর্মী থেকে এজেন্টদের পুরস্কৃত করা হয়। পোস্ট অফিস | প্রতীকী ছবি কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ ডাকসেবা জনসেবার লক্ষ্যে ভারতের আর্থিক সুবিধার বলয়ের মধ্যে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করার প্রচেষ্টায় ডাক কর্মীদের বর্ধমান ডিভিশনের ডাক মেলার আয়োজন করল ডাক বিভাগ। দক্ষিণাঞ্চল ডাক বিভাগের অধিকর্তা ঋজু গঙ্গোপাধ্যায় এদিন বিভিন্ন কর্মী ও…



)




