ব্যাঙ্ক দেউলিয়া হলে এবার ৫ লাখের বেশি পাবেন আপনি ? রিজার্ভ ব্যাঙ্ক নিতে পারে এই সিদ্ধান্ত
Deposit Insurance : ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে টাকা (Money) হারানোর ভয় পাচ্ছেন ? আপনার জমা (Savings) টাকার জন্য এবার বিমার (Insurance) অঙ্ক বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ব্যাঙ্ক দেউলিয়া হলে কত টাকা দেয় ব্যাঙ্ক যদি কোনও ব্যাঙ্ক হঠাৎ দেউলিয়া হয়ে যায়, সেই পরিস্থিতিতে আপনার ফিক্সড ডিপোজিটের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেয়। তবে, এখন রিজার্ভ ব্যাঙ্ক এই সীমা বাড়ানোর কথা ভাবছে। এই পরিকল্পনা বাস্তবে রূপ পেলে আসলে উপকৃত হবেন আমানতকারী। আমানত বিমা…






