Indian Post Office Scheme: অতীতে বিমা নিয়ে ততটা সচেতন ছিল না দেশ। তবে কোভিডের হানা বদলে দিয়েছে সবার চিন্তা। এখন স্বাস্থ্যবিমা বা ইন্স্যুরেন্স কভারের বিষয়ে ততটা বোঝাতে হয় না সচেতন মানুষকে। নিজেই স্বাস্থ্যবিমা (Health Insurance) সম্পর্কে জানতে চান অনেকেই। যদিও ব্যয়বহুল বিমার কিস্তির কারণে শেষপর্যন্ত বিমা থেকে দূরে থাকেন অনেকেই। এবার দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে বিমা এনেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB)।
IPBP Insurance Scheme: কোন বিমায় আপনার সুবিধা ?
ভারতীয় পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) একটি বিশেষ গ্রুপ দুর্ঘটনা সুরক্ষা বিমা নিয়ে এসেছে। এই স্কিমের আওতায় আপনি মাত্র ২৯৯ ও ৩৯৯ টাকার প্রিমিয়াম-সহ এক বছরে ১০ লক্ষ টাকার বিমা কভারেজ পাবেন।
Health Insurance: কী রয়েছে এই বিমায় ?
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক(India Post Payments Bank) ও টাটা এআইজির (Tata AIG)-র মধ্যে এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই গ্রুপ দুর্ঘটনা বিমা কভারের সুবিধা নিতে পারবেন। সেই ক্ষেত্রে উভয় বিমা কভারে দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক বা সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্তরা ১০ লক্ষ টাকার বিমা কভার পাবেন। তবে এক বছর শেষ হওয়ার পরে এই বিমাটিও পরের বছর রিনিউ করতে হবে। এর জন্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সুবিধাভোগীর একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
Post Office Scheme: হাসপাতালের খরচ পাবেন
এই বিমার সবথেকে ভাল বিষয় হল, যেকোনও দুর্ঘটনার কারণে আপনি হাসপাতালে ভর্তি হলে চিকিত্সার জন্য ৬০,০০০ টাকা পর্যন্ত IPD খরচ পাবেন ও OPD-তে ৩০,০০০ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন৷
Indian Post Office Scheme : কী কী সুবিধা পাবেন এতে ?
একই সময়ে, ৩৯৯ টাকার প্রিমিয়াম বিমায় সব সুবিধাগুলি ছাড়াও ২ সন্তানের শিক্ষার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত পাবেন এই প্ল্যানে। সঙ্গে ১০ দিনের জন্য হাসপাতালে ১০০০ টাকার দৈনিক খরচ পাওয়া যাবে। পরিবারের জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত পরিবহণ খরচ অন্য কোনও শহরে বসবাস ও মৃত্যুর ক্ষেত্রে, শেষকৃত্যের জন্য ৫০০০ টাকা পর্যন্ত খরচ দেওয়া পাবেন বিমাকারী। এই বিমা সুবিধায় রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীরা কাছের পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
(Source: abplive.com)