স্বাস্থ্য বিমা নেওয়ার পর নতুন রোগ ধরা পড়েছে ? একই পলিসিতে পাবেন সুবিধা, কী করতে হবে ?
Insurance Policy : স্বাস্থ্য বিমা (Health Insurance Tips) নিলেও বিপদের সময় সমস্য়া হতে পারে। পলিসি (Insurance Policy) নেওয়ার পর নতুন রোগ ধরা পড়লে বিমা কোম্পানি কি দেবে আপনাকে বাড়তি সুবিধা ? সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে। স্বাস্থ্য় বিমা নেওয়ার উদ্দেশ্য কী ? আমরা স্বাস্থ্য বিমা কিনি প্রয়োজনে চিকিৎসার খরচ বিমা কোম্পানি বহন করবে বলে। যা বিপদের সময় আপনাকে আর্থিক সাহায্য় করে। কিন্তু আপনি কি জানেন, অনেক পলিসিতে এমন একটি ধারা থাকে, যা কঠিন সময়ে আপনার জন্য সমস্যা তৈরি…





