ইনস্যুরেন্সের ক্লেম কেন বাতিল হয়? বিমা সংস্থার শর্ত অনেকে জানেন না, আগেই সতর্ক হন
– যদি গাড়ি খুবই পুরনো হয়, তার বয়স ১৫ বছর বা তার বেশি হয়, তাহলে বিমা সংস্থা টাকা দিতে চায় না। এক্ষেত্রে গাড়ি পুরনো, তা খারাপ হওয়ারই কথা, এই যুক্তি দেখানো হয়। – গাড়ির মালিক যদি অতীতে একাধিকবার কার ইনস্যুরেন্সের টাকা ক্লেম করে থাকেন বা কার ইনস্যুরেন্সের টাকা আদায়ের জন্য প্রতারণা করেন, তাহলে তাঁর প্রোফাইল ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এক্ষেত্রে বিমা সংস্থা টাকা দিতে চায় না। – গাড়িতে যদি অনেক বদল আনা হয়, যেমন ইঞ্জিন বদল, বডি বদল ইত্যাদি,…


