না জেনে ব্যাঙ্ক ঋণের গ্যারান্টার হয়েছেন, জানেন কী হতে পারে ?
Loan Guarantor Responsibilities : আপনি না বুঝে এই বড় কাজ করেননি তো ! তাহলে নিতেই হবে সব দায়িত্ব। অনেকেই এই বিষয়ে সব না বুঝেই ব্যাঙ্ক গ্যারান্টার (Bank Loan) হয়ে যান, সেই ক্ষেত্রে পড়ে পস্তাতে হতে পারে লোন গ্যারান্টারকে। জেনে নিন, এই দায়িত্ব নিলে ঠিক কীসের জন্য দায়বদ্ধ থাকবেন আপনি। বিপদে পড়তে পারেন আপনি জীবনে এমন সময় আসে, যখন পরিবারের কোনও সদস্য, বন্ধু বা দূর সম্পর্কের আত্মীয়ের ব্যাঙ্ক থেকে ঋণের প্রয়োজন হয়। ব্যাঙ্কগুলি প্রায়শই ঋণের বিনিময়ে গ্যারান্টার চায়। বন্ধুবান্ধব ও…









