পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় খবর! একসঙ্গে দুটি দুরন্ত পরিষেবার বিরাট সুবিধা

পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় খবর! একসঙ্গে দুটি দুরন্ত পরিষেবার বিরাট সুবিধা

#নয়াদিল্লি: পোস্ট অফিস কেন্দ্রীয সরকারের এমন এক সংস্থা যেখানে অতি সহজেই পোস্ট অফিসের গ্রাহকদের জন অতন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ কেননা ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে বড় সুয়়োগ সুবিধা দেও যা হচ্ছে ৷ কেননা গত ২ মে ২০২২ থেকে পোস্ট অফিসের নতুন নিয়ম কার্যকর হয়েছে ৷

কেননা পোস্ট অফিসের গ্রাহকদের জন্য NEFT ও RTGS সুবিধা চালু করা হয়েছে ৷ পোস্ট অফিসের পক্ষ থেকে একটি তথ্যতে বলা হয়েছে ৩১ মে থেকে RTGS সুবিধা পাচ্ছেন ৷ অন্য ব্যাঙ্কের মত অত্যন্ত সহজ সরল অপারেশন পদ্ধতি করার বিষয়টি অত্যন্ত সহজ হয়েছে ২৪×৭×৩৬৫ থাকবে ৷ ,ব্যাঙ্কের পক্ষ থেকে NEFT ও RTGS মাধ্যমে বেশ কিছুটা সুযোগ দেওয়া হবে ৷

এবার থেকে পোস্ট অফিসেও এই সুবিধা পাওয়া যায় ৷ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রান্সফার করা যাবে এরজন্য বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে ৷ NEFT-এ টাকা পয়সা ট্রান্সফার করতে পারে ৷ এর জন্য নিয়ম ও শর্ত রয়েছে ৷ NEFT টাকা ট্রান্সফার করার কোনও সীমা পরিসীমা নেই ৷ যেখানে RTGS কমপক্ষে একবারে ২ লক্ষ পাঠাতে হবে ৷ এর জন্য বেশ কিছু চার্জ দিতে হবে ৷

যদি NEFT করতে গেলে ১০ হাজার টাকার জন্য ৫ টাকা+জিএসটি দিতে হয় ৷ ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে গেলে ১৫ টাকা+জিএসটি দিতে হবে ৷ ২ লক্ষ টাকার অদিক পাঠাতে গেলে ২৫+জিএসটি শুল্ক হিসাবে দিতে হবে ৷

Published by:Arjun Neogi

(Source: news18.com)