পৌরহিত্য, জ্যোতিষ শিক্ষার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান, দেরী না করে আবেদন করুন

পৌরহিত্য, জ্যোতিষ শিক্ষার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান, দেরী না করে আবেদন করুন

কলকাতা: জেলায় শাস্ত্র থেকে জ্যোতিষ চর্চার জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে দিশা দেখাচ্ছে ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। মোহিত মঞ্চে হওয়া আন্তর্জাতিক সম্মেলন থেকে মূলত বেদ, বেদান্ত, পুরাণ, আয়ুর্বেদ, সাহিত্য, এবং জ্যোতিষ চর্চার পাশাপাশি পালি, বৌদ্ধ, এবং প্রাচ্য-সহ নানা ভাষায় অধ্যায়নের বিশেষ সুযোগ করে দিচ্ছে বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে সংস্কৃত শিক্ষার বিকাশ ও অগ্রগতি দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। যাতে আগামী দিনে স্বাস্থ্যচর্চা বা বিভিন্ন পূজার্চনার কাজে সঠিক উচ্চারণের মধ্যে দিয়ে শাস্ত্র জ্ঞান ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সর্বত্র।

জ্যোতিষ চর্চার ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রকে অনেকেই বিশ্বাস করে থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে, এক শ্রেণির লোক মানুষ ঠকিয়ে মুনাফা অর্জন করেন। এই ধরণের চক্রান্ত থেকে দূরে থাকার পরামর্শ তুলে ধরা হয় নতুন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে। কেউ যাতে জ্যোতিষীর নামে ব্যবসার সুযোগ না পান, সেদিকেও নজর রাখার দায়িত্ব অর্পণ করেন সকল ছাত্র-ছাত্রীদের জন্য।

সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা তথা ভারত সহ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বিশিষ্ট জ্যোতিষীরা। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রুপক সাহা, বাগবাজার রামকৃষ্ণ মঠের মহারাজ ধর্মরূপানন্দ জি, বিশিষ্ট জ্যোতিষ বিশারদ পান্নালাল মুখার্জী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ইনস্টিটিউটের দায়িত্বে থাকা শ্যামল ভট্টাচার্য জানান, অসম বেঙ্গালুরু ছাড়াও বাংলাদেশ, নেপাল, মায়ানমারে এ ধরনের ইনস্টিটিউট রয়েছে। জেলায় এই ধরনের ইনস্টিটিউট হওয়ায় বিশেষ সুবিধা মিলবে এইসব বিষয়ে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে।

তিন মাসের নানা কোর্স রয়েছে এই প্রতিষ্ঠানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেন এখানে। এডমিশন ফ্রি ৩১৭৫ টাকা ও প্রতিমাসে দিতে হবে মাত্র ৫০০ টাকা। তাই গতানুগতিক শিক্ষার পাশাপাশি এই ধরনের শিক্ষার মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে দিতেই চেষ্টা চালাচ্ছে জেলার বিশেষ এই শিক্ষা প্রতিষ্ঠান।

Rudra Narayan Roy

(Feed Source: news18.com)